হোম > সারা দেশ > ঝালকাঠি

গোসল করতে গিয়ে নিখোঁজ সাবেক ইউপি চেয়ারম্যান, পুকুরে মিলল মরদেহ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

বাড়ির সামনের পুকুরে গোসলের উদ্দেশে বের হয়েছিলেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল রব গাজী (৮৫)। কিন্তু এরপর তিনি সেখান থেকে আর জীবিত ফেরেননি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টায় তাঁর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল রব গাজী স্থানীয় বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসলের উদ্দেশে ঘর থেকে বের হন আব্দুল রব গাজী। অনেক সময় ধরে ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে তাঁর জুতা ও গামছা দেখতে পায়। পরে স্থানীয়রা পুকুরে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টায় তাঁর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। 

চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশীদ বলেন, সাবেক চেয়ারম্যান আব্দুল রব গাজী প্রতিদিনের মতো নিজ বাড়ির সামনে বড় পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘণ্টাখানেক চেষ্টার পর আব্দুল রব গাজীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ