হোম > সারা দেশ > বরিশাল

মৃত আ.লীগ নেতার নামে দশমিনা থানায় ভাঙচুর মামলা!

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

মো. হারুন সরদার। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনায় মৃত আওয়ামী লীগ নেতা মো. হারুন সরদারের (৫২) নামে ভাঙচুরের মামলা করা হয়েছে। গত ১৩ মার্চ উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির নেতা সবুজ ঢালি বাদী হয়ে থানায় এই মামলা করেন।

মামলার ৩৫ নম্বর আসামি আলীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁদপুরা (মৌবাড়িয়া) গ্রামের বাসিন্দা ও আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন সরদার। তিনি ২০২৩ সালের ১৩ নভেম্বর মারা যান। মৃত ব্যক্তির মামলার ঘটনাটি জানাজানি হলে উপজেলায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ বেতাগী সানকিপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলের আয়োজন করা হয়। কাউন্সিলের শেষ মুহূর্তে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মঞ্চ-প্যান্ডেল ভাঙচুর করেন, খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং ককটেলের বিস্ফারণ ঘটিয়ে সম্মেলন পণ্ড করে দেন।

এ ঘটনায় গত ১৩ মার্চ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালি বাদী হয়ে ৪৮ জন এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। মামলায় ৩৫ নম্বর আসামি করা হয় মৃত হারুন সরদারকে।

এ বিষয়ে আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মুন্সি আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। সরকারের কাছ থেকে এমন বৈষম্য আশা করি না। মৃত ব্যক্তিকে যে মামলায় জড়িয়েছে তাদের বিচার চাই।’

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম মোহাম্মাদ বশির মোবাইল ফোনে বলেন, এটা যে মিথ্যা তা স্পষ্ট। কারণ আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২০২৩ সালে মারা যান। তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে প্রমাণ করল এটা ভিত্তিহীন ও বানোয়াট হয়রানিমূলক মামলা। তবে মামলার এজাহারকারী সবুজ ঢালি মোবাইল ফোনে বলেন, ‘আমি জেনেশুনে মৃত ব্যক্তির নাম এজাহারে দিইনি। ভুল করে অন্তর্ভুক্ত হয়েছে।’

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম আজকের পত্রিকাকে বলেন, ১৩ মার্চ সবুজ ঢালি মামলা করেন। এজাহারভুক্ত কোনো আসামি মারা গিয়ে থাকলে মৃতসনদ পেলে তাঁর নাম বাদ পড়বে। মৃত ব্যক্তির নাম এজাহারে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ জন্য দায়ী মামলার বাদী।

বরগুনায় ধর্ষক ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

ধর্ষণ মামলার বাদীকে হত্যা: নিহতের স্ত্রী বললেন, ‘সন্তানদের নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি’

বাবুগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, আটক ১

ঝালকাঠির সাবেক পিপি কারাগারে

বরিশালে বাসের ধাক্কায় সাবেক সেনাসদস্যের মৃত্যু

জাতীয়করণের নামে বিপুল টাকা লেনদেন

পটুয়াখালীতে ট্রলারে ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে জলদস্যুর মৃত্যু

৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে যুবকের মৃত্যু

বরগুনায় পথশিশুকে ধর্ষণের চেষ্টা, ভর্তি ছাড়া হাসপাতালে চিকিৎসা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির