হোম > সারা দেশ > বরিশাল

বেতাগীতে মহাসড়কের পাশ থেকে মোটরসাইকেলচালকের মরদেহ উদ্ধার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে মিজানুর রহমান সিকদার (৩২) নামে এক মোটরসাইকেলচালকের মরদেহ রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার বেলা ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেইলি ব্রিজসংলগ্ন মহারাজের কালভার্ট এলাকার আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিজানুর রহমান সিকদার উপজেলার সদর ইউনিয়নের বাসন্ডা গ্রামের মোশারফ সিকদারের ছেলে। 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর রহমান সিকদার ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ রোববার সকালে মিজানুরের স্বজনেরা এসে তাঁর নিখোঁজের কথা থানা-পুলিশকে জানান। দুপুরে পুলিশ খবর পেয়ে মহাসড়কের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। 

মিজানুরের বন্ধু মোটরসাইকেলচালক সুমন আজকের পত্রিকাকে বলেন, মিজানুর শুক্রবার রাতে মোটরসাইকেলে যাত্রী নিয়ে উপজেলার কাউনিয়া এলাকায় যায়। আমি তাকে যাত্রী ঠিক করে দিই। কিন্তু পরদিন সকালে শুনতে পাই সে রাতে বাড়ি ফেরেনি। ওই দিন থেকে সে নিখোঁজ ছিল।’ 

মিজানুরের বোন সাবিনা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়েছিল। রাত ১২টার পরেও বাড়ি না ফেরায় তার মোবাইলে ফোন দিই। কিন্তু তার মোবাইল বন্ধ ছিল। তার ছোট দুটি সন্তান রয়েছে।’ 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, রাতে মোটরসাইকেল চালিয়ে আসার সময় অতিরিক্ত গতির কারণে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

সেকশন