হোম > সারা দেশ > বরিশাল

প্রসূতি ও নবজাতকের মৃত্যুর পর চিকিৎসক–নার্স পলাতক, হাসপাতাল সিলগালা

বরগুনা প্রতিনিধি

বরগুনায় একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতি ও তাঁর নবজাতকের মৃত্যু হয়েছে। বামনা উপজেলার সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ক্লিনিকের চিকিৎসক, নার্সসহ সব স্টাফ পালিয়ে গেছেন। 

এ ঘটনায় আজ মঙ্গলবার সন্ধ্যায় নিহতের বাবা মো. ছগির হোসেন বাদী হয়ে বামনা থানায় হাসপাতালের মালিক, ব্যবস্থাপক, চিকিৎসক ও নার্সসহ ছয়জনকে আসামি করে মামলা করেছেন। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বামনা থানার ওসি ও বামনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসপাতালে যান। এ সময় হাসপাতালটির নিবন্ধন না থাকায় তা সিলগালা করা হয়। 

হাসপাতালটির মালিক বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ মিজানুর রহমান এবং ডৌয়াতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম। 

প্রসূতি মোসা. মেঘলা আক্তার (১৯) উপজেলার উত্তর রামনা গ্রামের মো. রফিকুল ইসলামের (তারেক) স্ত্রী। তিনি জানান, মেঘলার প্রসবব্যথা শুরু হলে সোমবার বিকেলে তাঁকে ওই ক্লিনিকে ভর্তি করানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবাসিক চিকিৎসা কর্মকর্তা সবুজ কুমার দাস, পরিচালক রেজাউল ইসলামসহ ৫-৬ জন মিলে অস্ত্রোপচার শুরু করেন। রাত পৌনে ১১টার দিকে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, মেঘলা ও নবজাতকের মৃত্যু হয়েছে। এরপরই সেখান থেকে সবাই পালিয়ে যান। 

মো. রফিকুল ইসলাম আরও জানান, ওই হাসপাতালে কোনো অ্যানেসথেসিয়াসিস্ট ছিল না। সেখানে থাকা চিকিৎসকেরাই অ্যানেসথেসিয়া দিয়েছিলেন। যার কারণে তাঁর স্ত্রীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়। 

এ ঘটনায় আজ দুপুর ১২টার দিকে পুলিশ মেঘলার বাবার বাড়ি গুদিঘাটা গ্রাম থেকে দুজনের লাশ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং বামনা থানার ওসি তুষার কুমার মণ্ডল হাসপাতাল তালা লাগিয়ে দেন। 

বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য বৈধ কোনো কাগজপত্র নেই। অপচিকিৎসার কারণে প্রসূতি মেঘলা আক্তার ও নবজাতকের মৃত্যু হয়েছে। তাই আমরা হাসপাতালটিতে তালা লাগিয়ে দিয়েছি।’ 

সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তাঁকে পাওয়া যায়নি।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন