হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ কমিটিতে কলিমুল্লাহ, অস্বস্তিতে শিক্ষক–শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপককে ববির গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করায় এই অসন্তোষ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক কলিমুল্লাহকে ববির শিক্ষক কর্মকর্তাদের পূর্বতন চাকরিকাল গণনা-সংক্রান্ত কমিটি, একাডেমিক কমিটি ও পরীক্ষা কমিটিতে রাখা হয়েছে। ২০ নভেম্বর ড. কলিমুল্লাহর ববিতে যাওয়ার কথা রয়েছে। এ নিয়ে কয়েক দিন ধরে শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গতকাল রোববার একদল শিক্ষার্থী নাজমুল আহসান কলিমুল্লাহকে বিতর্কিত উল্লেখ করে তাঁকে বিশ্ববিদ্যালয়ের সব কমিটি থেকে অব্যাহতি এবং ক্যাম্পাসে অবস্থানের অনুমতি না দেওয়ার আহ্বান জানিয়ে উপাচার্যকে চিঠি দিয়েছেন।

শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, আওয়ামী সরকারের সব পাতানো নির্বাচনে বৈধতা দিতে কলিমুল্লাহর জানিপপ প্রথম সারিতে থেকে কাজ করেছে। অভিযোগ রয়েছে, ববি উপাচার্য ড. শুচিতা শরমিন জানিপপের কলিমুল্লাহর ঘনিষ্ঠ সহচর।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বিকেলে কলিমুল্লাহকে সব কমিটি থেকে অব্যাহতি এবং ক্যাম্পাসে অবস্থানের অনুমতি না দেওয়ার জন্য উপাচার্যের কাছে শিক্ষার্থীরা চিঠি দিয়েছে। যার অনুলিপি দেওয়া হয়েছে ববির প্রক্টর ও রেজিস্ট্রারকে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আশরাফুল মোল্লা বলেন, ‘একজন বিতর্কিত ব্যক্তিকে ববির কমিটিতে রাখা হয়েছে। তাঁকে ববিতে যুক্ত করে বিশ্ববিদ্যালয়কে কলুষিত করা হচ্ছে। আমরা তাঁকে অব্যাহতি দেওয়া এবং ক্যাম্পাসে অবস্থান না করানোর দাবি জানিয়ে ববি উপাচার্যকে চিঠি দিয়েছি। শিক্ষার্থীরা কলিমুল্লাহকে বয়কটের ঘোষণাও দিয়েছেন।’

বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সঞ্জয় সরকার বলেন, এমন বিতর্কিত ব্যক্তিকে ক্যাম্পাসে আনলে গণ-অভ্যুত্থানের স্পিরিট বাধাগ্রস্ত হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা কলিমুল্লাহর বিষয়ে ভিসির কাছে যে চিঠি দিয়েছে তার অনুলিপি রেজিস্ট্রার দপ্তরেও দিয়েছেন।

এ বিষয়ে উপাচার্য শুচিতা শরমিনকে একাধিকবার মোবাইল ফোনে কল দিয়েও পাওয়া যায়নি।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সহ-উপাচার্য গোলাম রব্বানী।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন