হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত ১, দাবি পুলিশের

ভোলা সংবাদদাতা

ভোলার লালমোহন উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধলীগৌরনগরের বাংলাবাজার এলাকায় আজহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মনির বয়াতি (৫০)। তিনি ওই বাড়ির আজহার মাঝির ছেলে। দগ্ধ ফিরোজ মাঝিও (৩৫) একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ভোলার লালমোহন উপজেলার আজহার মাঝির বাড়িতে ককটেল বানানোর কাজ চলছিল। এ সময় ককটেল বিস্ফোরণ হয়ে দুজন দগ্ধ হয়। তাঁদের উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থা দেখে তাঁদের ভোলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

স্বজনরা তাঁদেরকে ভোলা সদর হাসপাতালের না নিয়ে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে নেওয়ার পথেই ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় মনির বয়াতির মৃত্যু হয়। গুরুতর আহত ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, ধারণা করা হচ্ছে বিএনপির ঘোষিত রাজনৈতিক কর্মসূচিতে নাশকতা সৃষ্টির জন্য সেখানে ককটেল বানানো হচ্ছিল। এ বিষয়ে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে।

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ