Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরানোর ব্যবস্থা করুন: জাতিসংঘ মহাসচিবকে ইসলামী আন্দোলনের আমির

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরানোর ব্যবস্থা করুন: জাতিসংঘ মহাসচিবকে ইসলামী আন্দোলনের আমির
বরিশাল ক্লাব মিলনায়তনে বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

জাতিসংঘ মহাসচিবের উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছি। আপনি বাংলাদেশ এসেছেন (জাতিসংঘ মহাসচিব), অতিদ্রুত উদ্যোগ নিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীকে মাতৃভূমিতে ফেরানোর ব্যবস্থা করুন।’

আজ শুক্রবার বরিশাল ক্লাব মিলনায়তনে বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আমির রেজাউল করিম এই আহ্বান জানান।

চরমোনাই পীর দেশ সংস্কারের বিষয়ে বলেন, সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে। তাই এসব ক্ষেত্রে সংস্কার হতেই হবে।

রেজাউল করীম বলেন, ‘নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের ৯০টিরও বেশি দেশে অনুসৃত সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) নির্বাচন পদ্ধতি দাবি করেছি। আমরা মনে করি, জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে।’ তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক, তা চায় না বলেও তিনি মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি অধ্যাপক মো. লোকমান হাকিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরা সদস্য মাওলানা কাজী মামুনুর রশীদ খান ইউসুফী, মহানগর সহসভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওসার, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা মুহাম্মদ জামিলুর রহমান, ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগর সভাপতি মাওলানা মো. রেজাউল করীম, ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সভাপতি গাজী মুহাম্মদ রেদোয়ান প্রমুখ।

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

২২-এর ঘটনা, ২৫-এর মামলা, ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

বাসের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে মামলার জেরে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

পাথর না দিয়ে কেবল বালু-পিচে রাস্তা সংস্কার, রুখে দিল স্থানীয়রা

ধর্ষণ মামলার বাদীকে হত্যা, ৪ দিনেও শনাক্ত হয়নি খুনিরা

রাষ্ট্রকে গোছানো জায়গায় রেখে যেতে দোয়া চাইলেন উপদেষ্টা মাহফুজ

পোষা বিড়াল খুঁজে পেতে পোস্টারিং, পুরস্কার ঘোষণা

ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হত্যার ভয় দেখিয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, যুবক আটক