Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

দেড় কোটি টাকার অবৈধ সম্পদ, প্রয়াত মেয়র কামালের মেয়ের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দেড় কোটি টাকার অবৈধ সম্পদ, প্রয়াত মেয়র কামালের মেয়ের বিরুদ্ধে মামলা

দেড় কোটি টাকার অবৈধ সম্পদ থাকার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রয়াত মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামালের মেয়ে মালিহা সাবরিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বরিশাল দুদকের সহকারী পরিচালক আব্দুল কাইউম হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ২ লাখ ৮২ হাজার ৪৬৫ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত দেড় কোটি টাকার সম্পদ থাকার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়েছে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে গত বছরের ৪ জুলাই মালিহার কাছে তথ্য চায় দুদক। তিনি স্থাবর-অস্থাবর ১ কোটি ৮৪ হাজার ৩৩ হাজার ১৭ টাকার সম্পদের তথ্য প্রদর্শন করেন।

পরে দুদক জানাতে পারে, তাঁর ১ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৫৬২ টাকার সম্পদ রয়েছে। এতে আরও বলা রয়েছে, সাবরিনের ১ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার ৮০ টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ।

বরিশাল জেলা ও মহানগর বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল ১৯৯৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত বরিশাল পৌরসভার চেয়ারম্যান ও সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ছিলেন। ২০১৩ সালের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হন। ২০২২ সালের ৩০ জুলাই তিনি মারা যান।

নিরাপত্তার আশঙ্কায় নেছারাবাদ থেকে ঢাকাগামী সব বাস বন্ধ

বিদেশে পাঠানোর নামে ৩২ লাখ টাকা নিয়ে প্রতারণা, বাবা-ছেলে গ্রেপ্তার

‘ওকালতি যারা করে, তারা টাউট-বাটপার’—বিএনপি নেতার বিরুদ্ধে বরিশালে মানহানির মামলা

খুঁটি ভেঙে বিদ্যুৎহীন মেহেন্দীগঞ্জ, দুর্ভোগে বাসিন্দারা

গুলশান থেকে উদ্ধার রক্তাক্ত লাশটি পটুয়াখালীর ছাত্রদল নেতার

পটুয়াখালীর গলাচিপায় এসডিএফের স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

রাজনৈতিক কর্মকাণ্ডে বিসিসি কর্মচারীদের না জড়ানোর নির্দেশ

ডিসি অফিসে অবস্থান অপসো স্যালাইনের চাকরিচ্যুত শ্রমিকদের

‘ওকালতি যারা করে, তারা টাউট-বাটপার’—বিএনপি নেতার বিরুদ্ধে বরিশালে সাইবার নিরাপত্তা আইনে মামলা

মেহেন্দীগঞ্জে জামায়াত নেতার বাড়িতে দুর্বৃত্তের আগুন, ককটেল বিস্ফোরণ