Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

৩ কারণে ভরা মৌসু‌মেও চড়া ইলি‌শের দাম

খান রফিক, বরিশাল

৩ কারণে ভরা মৌসু‌মেও চড়া ইলি‌শের দাম

বর্ষায় নদ-নদী‌তে পা‌নি বে‌ড়ে‌ছে। এখন ইলিশের ভরা মৌসুম। নদী‌তে মাছ ধরা পড়া শুরু হ‌লেও দাম কম‌ছে না মো‌টেই। এতে হতাশ ব‌রিশা‌লসহ সারা দেশের মানুষ। এ অবস্থায় ইলি‌শের দাম কমা‌নো, উৎপাদন বৃ‌দ্ধিসহ তদার‌কির জন‌্য গত সোমবার মৎস‌্য অধিদপ্তরের কর্মকর্তা‌দের স‌ঙ্গে বৈঠ‌ক করেছেন অন্তর্বর্তী সরকা‌রের মৎস‌্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফ‌রিদা আখতার।

ভরা মৌসুমেও ইলিশের দাম না কমার পেছনে তিনটি কারণকে দায়ী করেছেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব‌্যবস্থাপনা প্রকল্পের প‌রিচালক মোল্লা এমদাদুল্লাহ। তিনি বলেন, ডিজেলের উচ্চ মূল্য ইলিশের দাম না কমার অন‌্যতম কারণ। আরেকটি কারণ হলো সি‌ন্ডি‌কেট। ইলি‌শের দাম কী হ‌বে, তা সকা‌লে নির্ধারণ ক‌রে দেয় মোকা‌মের ব‌্যবসায়ী সিন্ডিকেট। এ ছাড়া দাদনও আরেকটি কারণ। দাদনদাতা জে‌লেদের কাছ থে‌কে ১০ ভাগ মুনাফা নেন। দাদন নি‌য়ে ওই মহাজনের আড়‌তেই মাছ দি‌তে হ‌বে। এই মুনাফা ৫ শতাংশে নামা‌তে হ‌বে। এই তিনটি বিষয় নিয়ন্ত্রণ করা গে‌লে ইলি‌শের দাম কেজিপ্রতি অন্তত ৩০০ টাকা ক‌মে যা‌বে।

গতকাল শুক্রবার বরিশাল নগ‌রের পোর্ট রোড মৎস‌্য মোকাম ঘু‌রে দেখা গে‌ছে, ইলি‌শের আমদা‌নি কাঙ্ক্ষিত পর্যা‌য়ে নেই। যে প‌রিমাণ ইলিশ আছে তারও দাম চড়া। ক্রেতারা এ জন‌্য অস্ব‌স্তি নি‌য়ে বাজা‌রে ঘুর‌ছেন।

পোর্ট রোড লিয়া মৎস‌্য আড়‌তের আড়তদার না‌সির হো‌সেন জানান, গতকাল  ৬০০-৯০০ গ্রাম ওজ‌নের ইলিশ প্রতি কে‌জি ১৫০০ টাকা থে‌কে ১৫২৫ টাকা দ‌রে বিক্রি হ‌য়ে‌ছে। একইভা‌বে এক কে‌জি ওজ‌নের ইলিশ কেজিপ্রতি ১৬৫০ টাকা, ১২০০ গ্রাম ওজ‌নের ইলিশ ১৮০০ টাকা, ৫০০ গ্রাম ওজ‌নের ইলিশ ১৩০০ টাকায় বিক্রি হয়েছে। এদিন মোকা‌মে প্রায় ১০০ মণ ইলিশ নদী ও সাগরের মোহনা থে‌কে এসে‌ছে।

সাগ‌রের মাছের একাংশ ভারতীয় জেলে ধ‌রে নি‌য়ে যাচ্ছেন বলে মনে করেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব‌্যবস্থাপনা প্রকল্পের প‌রিচালক মোল্লা এমদাদুল্লাহ। তিনি বলেন, সাগ‌রে মাছ ধরার ওপর দেশে ৬৫ দিনের নি‌ষেধাজ্ঞা দেয়া হয়। এ ক্ষেত্রে ভারতের সঙ্গে সমন্বয় না থাকায় আমাদের এখানে যখন নিষেধাজ্ঞা, ভারতীয় জেলেরা তখন দেদার ইলিশ ধরেন সাগরে।

বরিশাল বিভাগীয় মৎস‌্য অধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক মো. না‌সির উদ্দিন ব‌লেন, ‘মা ইলিশ‌ রক্ষা কার্যক্রম‌কে সাম‌নে রে‌খ। আমরা কাজ শুরু ক‌রে‌ছি। বি‌শেষ ক‌রে ইলি‌শের দাম নিয়ন্ত্রণ ও উৎপাদন বৃ‌দ্ধি‌তে সমস‌্যাগু‌লো চি‌হ্নিত কর‌তে মাঠ পর্যা‌য়ে কাজ কর‌বে। এজন‌্য মৎস‌্য অধিদপ্ত‌রের প্রধান কার্যালয় থে‌কে টিম ক‌রে দি‌য়ে‌ছে। ইলিশের দাম এত বে‌শি কেন তা তদার‌কি কর‌বে ওই টিম।

পিরোজপুরে দুই স্থানে আগুনে পুড়ল ৫৫ দোকান

কম দামে পণ্য পেয়ে খুশি ফিরোজ: ১০ টাকা বাঁচলেও গরিবের লাভ

নারীদের নিরাপত্তা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বরিশালে সড়ক অবরোধ

সহকারী জজ পরীক্ষায় প্রথম ববির সাদিয়া

যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন চাই: মিন্টু

বাউফলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপনের প্রস্তুতিতে ডাক পেয়েছে বিএনপির একপক্ষ, অন্যপক্ষ গেলে সংঘর্ষ

কমিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব মহানগর বিএনপিতে

ওষুধ ও সরঞ্জামের ২ কোটি টাকা আত্মসাৎ, পিরোজপুরের সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা