Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বিস্ফোরিত জাহাজ থেকে প্রায় ৮০ হাজার লিটার পেট্রল অপসারণ

ঝালকাঠি প্রতিনিধি

বিস্ফোরিত জাহাজ থেকে প্রায় ৮০ হাজার লিটার পেট্রল অপসারণ

ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ‘সাগর নন্দিনী-২’ জাহাজ থেকে পানি ও ফোমমিশ্রিত প্রায় ৮০ হাজার লিটার পেট্রল অপসারণ করা হয়েছে। সেই সঙ্গে তেল অপসারণসহ ক্ষতিগ্রস্ত জাহাজটি নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে জেলা প্রশাসনের গঠিত ৮ সদস্যের দলটি কার্যক্রম চালাচ্ছে।
 
আজ শুক্রবার এসব তথ্য জানিয়েছেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন শিবলী। গতকাল বৃহস্পতিবার রাতে কয়েক দফায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ওই জাহাজ থেকে এই তেল অপসরণ করা হয়।
 
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন শিবলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিস্ফোরণ ও আগুনে পুড়ে যাওয়ার পর সাগর নন্দিনী-২ জাহাজের পেছনের অংশে পানি প্রবেশ করায় জাহাজটি কিছুটা দেবে গেছে। কয়েক দফায় ড্রেজারের মাধ্যমে সেচ দিয়ে তা ভাসিয়ে রেখে জননিরাপত্তা বিবেচনা করে রাতে প্রায় ৭০-৮০ হাজার লিটার পানি ও ফোমমিশ্রিত তেল অপসারণ করা হয়েছে। যেহেতু এগুলো দাহ্য পদার্থ, তাই নিরাপত্তার জন্য রাতেই অপসারণের ব্যবস্থা নেওয়া হয়। তবে এখনো কী পরিমাণ তেল রয়েছে তা বলা যাচ্ছে না। এ প্রক্রিয়া চলমান রয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘পদ্মা অয়েল কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী জাহাজটিতে এখনো ৩ লাখ ৮৬ হাজার ২৪৯ লিটার পেট্রল ও ২৮ হাজার ৪৫৬ লিটার ডিজেল থাকার কথা রয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে ফোম ব্যবহার এবং বৃষ্টিতে খোলা থাকা তেলের চেম্বারে অবশিষ্ট তেলের সঙ্গে পানি মিশ্রিত অবস্থায় রয়েছে। এ ছাড়া ঘটনার পুরো রাত আগুন জ্বলার পর কতটুকু তেল রয়েছে তা এখনো জানা যায়নি।’
 
উল্লেখ্য, গত শনিবার ঝালকাঠি খেয়াঘাটসংলগ্ন এলাকায় সুগন্ধা নদীতে দুর্ঘটনাকবলিত সাগর নন্দিনী-২ জাহাজে তিন দফায় বিস্ফোরণ ও আগুনে চারজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়।
 
আরও পড়ুন—

কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহার, দুই লাখ টাকা জরিমানা

নেছারাবাদে সরকারি মালামাল দিয়ে নিজ বাড়ির সামনে লোহার সেতু নির্মাণ

হিজলায় ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

বরিশালে গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন, প্রাণে রক্ষা ২০ যাত্রীর

পটুয়াখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘরসহ ব্যবসাপ্রতিষ্ঠান

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত