হোম > সারা দেশ > বরিশাল

ট্রাকের ওপর মোটরসাইকেল আছড়ে পড়ে নিহত ২ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাকেরগঞ্জ পৌর শহরে থামানো ট্রাকের ওপর মোটরসাইকেল আছড়ে পড়ে আরোহী দুইজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে রুহিতা সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন-বাকেরগঞ্জের চরামদ্দি উপজেলার বদরুল সিকদার (৬০) ও বরিশাল নগরীর বটতলা এলাকার মনিরুজ্জামান বাচ্চু (৬১)। তারা পেশায় ঠিকাদার বলে জানা গেছে। বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক মো. রিয়াজ দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মেহেদি হাসান বলেন, মোটরসাইকেলটি পটুয়াখালী থেকে বরিশাল নগরীর দিকে যাচ্ছিল। একটি ভেকু মেশিন তোলার জন্য ট্রাকটি রাখা ছিল মহাসড়কের পাশে। তবে ট্রাকের সিগন্যাল বাতি ছিল না। দ্রুত গতির মোটরসাইকেল এসে ট্রাকের ওপর আছড়ে পড়ে। আহত দুই আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

বাকেরগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম মাহমুদুল হাসান বলেন, ‘হাসপাতালে পৌছার আগেই দুজন মারা গেছেন।’

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

বিদ্যালয়ের নিচ তলা দখল করে ৩ ব্যবসায়ীর ধানের গুদাম

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

সেকশন