দৌলতখান (ভোলা) প্রতিনিধি
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, ‘আগে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। এটি এখন বাস্তব। এখন আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। তবে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আগে শিক্ষা খাতকে স্মার্ট করতে হবে।’
আজ মঙ্গলবার দৌলতখান উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে ৯৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ল্যাপটপ বিতরণকালে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের এ আয়োজন করে।
উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু।
আরও উপস্থিত ছিলেন—আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ডাবলুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা।