হোম > সারা দেশ > বরিশাল

মাছ ধরে বাড়ি ফেরা হলো না আজিজের

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. আবদুল আজিজ হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার খাওক্ষীর গ্রামের একটি ধান খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর দুই হাতে মাছ ধরার কাজে ব্যবহৃত জাল পাওয়া যায়। তিনি উপজেলার মগর ইউনিয়নের খাওক্ষীর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে আসরের নামাজের পরে আবদুল আজিজ মাছ ধরার উদ্দেশ্যে জাল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর বাড়ি না ফিরলে সারা রাত তাঁকে খোঁজাখুঁজি করা হয়। পরে সোমবার সকালে এলাকার শামীম হাওলাদারের বাড়ির সামনে একটি ধান খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার বাম পায়ের তালু সম্পূর্ণ পোড়া ছিল। ধারণা করা হচ্ছে বিদ্যুতায়িত হয়েই তিনি মারা গিয়েছেন।

এলাকার দফাদার মামুন হাওলাদার জানান, রোববার দুপুর সাড়ে ৩টার দিকে ভারী বর্ষণের ফলে গাছ উপড়ে পড়ে এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে বেশ কিছু পরিবারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হয়। যে স্থানে তার ছিঁড়ে পড়েছিল সেই জায়গা থেকেই সোমবার সকালে আজিজ হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী আজকের পত্রিকাকে বলেন, পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন