হোম > সারা দেশ > ঝালকাঠি

মাছ ধরে বাড়ি ফেরা হলো না আজিজের

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. আবদুল আজিজ হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার খাওক্ষীর গ্রামের একটি ধান খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর দুই হাতে মাছ ধরার কাজে ব্যবহৃত জাল পাওয়া যায়। তিনি উপজেলার মগর ইউনিয়নের খাওক্ষীর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে আসরের নামাজের পরে আবদুল আজিজ মাছ ধরার উদ্দেশ্যে জাল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর বাড়ি না ফিরলে সারা রাত তাঁকে খোঁজাখুঁজি করা হয়। পরে সোমবার সকালে এলাকার শামীম হাওলাদারের বাড়ির সামনে একটি ধান খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার বাম পায়ের তালু সম্পূর্ণ পোড়া ছিল। ধারণা করা হচ্ছে বিদ্যুতায়িত হয়েই তিনি মারা গিয়েছেন।

এলাকার দফাদার মামুন হাওলাদার জানান, রোববার দুপুর সাড়ে ৩টার দিকে ভারী বর্ষণের ফলে গাছ উপড়ে পড়ে এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে বেশ কিছু পরিবারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হয়। যে স্থানে তার ছিঁড়ে পড়েছিল সেই জায়গা থেকেই সোমবার সকালে আজিজ হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী আজকের পত্রিকাকে বলেন, পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ