Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

দুটি সেতু নির্মিত হলেও নেই সংযোগ সড়ক 

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

দুটি সেতু নির্মিত হলেও নেই সংযোগ সড়ক 

বরিশালের আগৈলঝাড়ায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ৪৮ লাখ টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণ করা হলেও সুফল পাচ্ছে না জনগণ। ওই সেতু দুটির পাশে সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না বলে জানান এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের খালের ওপরে ২০১৬ সালের ডিসেম্বর মাসে ২৪ লাখ ৬৮ হাজার ৯শ ১৫ টাকায় ৩০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের একটি সেতু নির্মিত হয়। মেসার্স ইয়াসিন ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির কাজ বাস্তবায়ন করে।

সরেজমিনে দেখা যায়, ওই সেতুর সামনে লোকজন চলাচলের জন্য কোনো সংযোগ সড়ক নেই। সেতুর উত্তর পাশে রয়েছে একটি নালা, এর পর রয়েছে ফসলি মাঠ। ফলে সেতুর ওপর দিয়ে লোকজনের চলাচল চোখে পড়ে না খুব একটা। 

অন্য সেতুটি ২০১৫ সালে আগৈলঝাড়া রাজিহার সড়কের কাছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় সাড়ে ২২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। ওই সেতুর পশ্চিম পাশে ধানের জমি। নেই কোনো সংযোগ সড়ক। সেতুর নিচে রয়েছে ছোট একটি নালা। 

স্থানীয় বাসিন্দা করিম সরদার জানান, ‘লক্ষ লক্ষ টাকা খরচ করে সেতু নির্মাণ করলেও স্থানীয়দের কোনো কাজে আসছে না। কারণ দুটি সেতুরই সংযোগ সড়ক নেই। আমরা চাই অতি দ্রুত সেতু দুটির সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করা হোক।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশররফ হোসেন জানান, স্থান নির্ধারণ প্রকল্প বাস্তবায়ন অফিস করে না। স্থানীয় জনপ্রতিনিধি প্রকল্প ও বাস্তবায়নের স্থান নির্ধারণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় অনুমোদন করলে ওই স্থানে কাজ শুরু করা হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন জানান, ‘আমি সদ্য যোগদান করেছি। এই দুটি সেতুর ব্যাপারে কিছুই জানি না। তবে সেতু দুটির সংযোগ সড়ক নির্মাণের জন্য অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ 

বরিশালে শ্রমিকদের দ্বন্দ্ব মেটাতে গিয়ে মারধরের শিকার ৩ শিক্ষার্থী, সড়ক অবরোধ

আঁখির আয়ের উৎস ‘মায়ের স্মৃতি’ মাটির গয়না

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

নেছারাবাদে যুবদল নেতার বিরুদ্ধে কর্মীর চাঁদাবাজির মামলা

মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইয়াবাসহ আটক