হোম > সারা দেশ > বরিশাল

জেলেদের রক্ষায় মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক হবে: বরিশালে উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার আজ মঙ্গলবার জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু উপলক্ষে বরিশাল নগরের বেলস পার্কে অনুষ্ঠিত জেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: আজকের পত্রিকা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘দেশের মোট ইলিশের ৬৫ দশমিক ৮৮ ভাগ উৎপাদন হয় বরিশাল বিভাগে। আগামী ৩০ জুন পর্যন্ত, জাটকা সংরক্ষণে আমাদের কার্যক্রম চলবে। এই সময়ে জাটকা সংরক্ষণে যে জেলা সফল হবে তাদের স্বীকৃতি দেওয়া হবে। আমরা মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক স্থাপনে ইতিমধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছি। এ ব্যাংক বাস্তবায়ন হলে মৎস্যজীবীরা দাদনের হাত থেকে রক্ষা পাবেন।’

জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু উপলক্ষে আজ মঙ্গলবার বরিশাল নগরের ঐতিহাসিক বেলস পার্কে অনুষ্ঠিত জেলে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন। পরে তিনি জেলেদের নিয়ে কীর্তনখোলা নদীতে একটি বর্ণাঢ্য নৌর‍্যালিতে অংশ নেন।

জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু উপলক্ষে আজ মঙ্গলবার জেলেদের নিয়ে কীর্তনখোলা নদীতে বর্ণাঢ্য নৌর‍্যালিতে অংশ নেন। ছবি: আজকের পত্রিকা

উপদেষ্টা ফরিদা আখতার মৎস্যজীবীদের উদ্দেশে বলেন, ইলিশের মালিক আপনারা। আপনারা নিশ্চয়তা দিলে জাটকা অবশ্যই ইলিশে পরিণত হবে। জাটকা না ধরলে নদীতে জাল ফেললে ইলিশ ভরে উঠবে।

সমাবেশে উপদেষ্টার কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশন ও ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নেতারা। তাঁদের দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নিষিদ্ধ বেহেন্দি ও পাইজালসহ অবৈধ জালের উৎপাদন বন্ধ, সর্বাধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র চালু, দ্রুত মৎস্য ব্যাংক স্থাপন এবং বরিশালে মৎস্য অবতরণ কেন্দ্রের দ্রুত আধুনিকায়ন, মৎস্যজীবীদের জন্য বিমা ব্যবস্থা চালু, চাল বিতরণে অনিয়ম রোধ করা।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। স্বাগত বক্তব্য দেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক নিপেন্দ্রনাথ বিশ্বাস।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ