হোম > সারা দেশ > ভোলা

গভীর রাতে লাউডস্পিকার বাজিয়ে আনন্দভ্রমণ, মুচলেকা দিয়ে মুক্তি পেল ১৮ কিশোর–তরুণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে গভীর রাতে আনন্দ ভ্রমণের নামে লাউডস্পিকার বাজানোর কারণে ১৮ কিশোর–তরুণকে আটক করে পুলিশ। 

গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন পৌরসভা গেট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় কাভার্ডভ্যান ও লাউডস্পিকারসহ সব মালামালও জব্দ করা হয়। 

আজ সোমবার দুপুরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ১৮ কিশোর–তরুণকে ছেড়ে দেওয়া হয়েছে। 

লালমোহন থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে ভোলার আলীনগর থেকে আনন্দ ভ্রমণের জন্য কাভার্ডভ্যানে করে ১৮ সদস্যের কিশোর ও তরুণের একটি দল চরফ্যাশনের উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ৩টার দিকে লালমোহন পৌরসভা গেট সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই কাভার্ডভ্যানটির থামান থানার রাত্রিকালীন দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান। 

এ ব্যাপারে জানতে চাইলে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘আনন্দ ভ্রমণের নামে উচ্চস্বরে লাউডস্পিকার বাজিয়ে শব্দদূষণ ও সাধারণ মানুষকে বিরক্ত করার কারণে ১৮ ভ্রমণকারীকে কাভার্ডভ্যানসহ আটক করা হয়। অভিভাবকদের কাছ থেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ