Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

গৌরনদী উপজেলা নির্বাচন: আ.লীগের দুপক্ষে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ জখম ৫

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদী উপজেলা নির্বাচন: আ.লীগের দুপক্ষে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ জখম ৫

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ পাঁচজন জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু (৫০), পলাশ হোসেন (২৭), মামুন খান (২৫), মেহেদী হাসান (৩২) ও সৈকত গুহর ছোট ভাই পিন্টু গুহ (৪০)। অবস্থা সংকটাপন্ন হওয়ায় আজ শুক্রবার সকালে সৈকত গুহ পিকলুকে ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সৈকত গুহ পিকলু। ছবি: সংগৃহীতউপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়া বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলযোগে বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আলতাফ হোসেনের জানাজায় যাচ্ছিলেন তাঁরা। এ সময় সঙ্গে ছিলেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুসহ তাঁর ১৪-১৫ জন সমর্থক। রাত সাড়ে ৮টার দিকে বাটাজোর বাসস্ট্যান্ডে কিছু সমর্থকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় যুবলীগ নেতা দেলোয়ারের ছেলে ছাত্রলীগের কর্মী ইমতিয়াজ মাহমুদ (৩২) একজনকে থাপ্পড় মারেন। এ নিয়ে প্রথমে দুই পক্ষে হাতাহাতি, পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে অভিযোগ অস্বীকার করে সেখানে উপস্থিত যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের সমর্থক ও বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার পাল্টা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে দেলোয়ার হোসেনকে লক্ষ করে পিস্তল দিয়ে গুলি করেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ। তাতে দেলোয়ার হোসেন ও তাঁর ছেলে ইমতিয়াজ মাহমুদ আহত হন।

হাসপাতালে চিকিৎসাধীন পলাশ হোসেন। ছবি: সংগৃহীতবরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহাদাত হোসেন বলেন, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহর অবস্থা সংকটাপন্ন। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত বেশ গভীর। তবে দেলোয়ার হোসেনের গুলিবিদ্ধ হওয়ার কোনো আলামত পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তবে এখানে গুলির কোনো আলামত পাওয়া যায়নি।

বিএনপির কর্মীদের তোপের মুখে বরিশালের বিভাগীয় কমিশনার

ঝালকাঠিতে সাবেক সেনাসদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বরিশালে শ্রমিকদের দ্বন্দ্ব মেটাতে গিয়ে মারধরের শিকার ৩ শিক্ষার্থী, সড়ক অবরোধ

আঁখির আয়ের উৎস ‘মায়ের স্মৃতি’ মাটির গয়না

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪