বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ পাঁচজন জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু (৫০), পলাশ হোসেন (২৭), মামুন খান (২৫), মেহেদী হাসান (৩২) ও সৈকত গুহর ছোট ভাই পিন্টু গুহ (৪০)। অবস্থা সংকটাপন্ন হওয়ায় আজ শুক্রবার সকালে সৈকত গুহ পিকলুকে ঢাকায় পাঠানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে সেখানে উপস্থিত যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের সমর্থক ও বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কালু তালুকদার পাল্টা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে দেলোয়ার হোসেনকে লক্ষ করে পিস্তল দিয়ে গুলি করেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ। তাতে দেলোয়ার হোসেন ও তাঁর ছেলে ইমতিয়াজ মাহমুদ আহত হন।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তবে এখানে গুলির কোনো আলামত পাওয়া যায়নি।