Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

যুবলীগ নেতাকে কুপিয়ে পায়ের রগ কাটল দুর্বৃত্তরা, অভিযোগের তীর যুবদল নেতার দিকে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

যুবলীগ নেতাকে কুপিয়ে পায়ের রগ কাটল দুর্বৃত্তরা, অভিযোগের তীর যুবদল নেতার দিকে
ওয়ার্ডের যুবলীগ নেতা শাহরিয়ার সাচিব রাজীব। ছবি: সংগৃহীত

বরিশাল মহানগর যুবলীগের এক নেতাকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে নগরীর গোরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় যুবদল নেতা এ ঘটনায় মূল অভিযুক্ত বলে দাবি আহতের স্বজনদের।

আহত শাহরিয়ার সাচিব রাজীব ২১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক। যুবলীগ নেতা সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের অনুসারী। তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল, পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় রাজীবের দুই পা, হাত ও বুক কুপিয়ে জখম করা হয়েছে।

কুপিয়ে জখমের বিষয়টি আজ শুক্রবার (১০ জানুয়ারি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজীব জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। তাঁকে স্থানীয় যুবদল নেতা বাচ্চু কুপিয়ে জখম করেছে বলে জানা গেছে। তিনি ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজীব রাতে বাজার নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে অস্ত্রধারী দুই যুবক এসে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে দেয়। এর মধ্যে একজন যুবদল নেতা বাচ্চু। তাঁর সঙ্গে ডিশ ব্যবসা নিয়ে দ্বন্দ্বে রাজীব সম্প্রতি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন বলে জানা গেছে।

আহত রাজীবের বোন শাহীনা আজমিন বলেন, স্থানীয় যুবদল নেতা বাচ্চু নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর ভাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে বাসায় ফেরার পথে বাচ্চুসহ অজ্ঞাত আরও একজন তাঁর ভাইকে নির্মমভাবে কুপিয়েছে। তাঁর হাতের আঙুল ও পায়ের রগ কেটে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এদিকে রাজীবের বাসাসংলগ্ন মসজিদে বিকেলে তাঁর জন্য দোয়া–মোনাজাতের আয়োজন করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাজীবকে ধাওয়া করে। পরে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। জড়িতদের গ্রেপ্তার পুলিশের অভিযান চলছে। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

ওসি আরও বলেন, রাজীবের দুই পা, হাত ও বুক কুপিয়ে জখম করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি।

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের