হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন পরিকল্পনা কর্মকর্তার পদায়ন বাতিলের দাবি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্থানীয়দের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে চিকিৎসক মামুন হাসানের পদায়ন বাতিলের দাবিতে পাঁচ দিন ধরে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ করছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার মামুন হাসানকে এই পদে পদায়ন করা হয়। তবে, তিনি এখনো যোগদান করেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসক মামুন হাসান বাগেরহাটের চিতলমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে সেখানকার ছাত্রজনতা বিক্ষোভ করেন। ছাত্র জনতার সে আন্দোলনের পর গত বৃহস্পতিবার নেছারাবাদ হাসপাতালে তাঁকে পদায়ন করা হয়। পদায়নের পর নেছারাবাদ হাসপাতালে তাঁর যোগদানের কথা শুনেই স্থানীয়রা বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়ে লাগাতার কর্মসূচি পালন করছেন।

সরেজমিনে জানা গেছে, ধারাবাহিক কর্মসূচি হিসেবে আজ সোমবার সকালে হাসপাতালের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়ে চিকিৎসক মামুন হাসানের বিরুদ্ধে স্লোগান তুলে মিছিল করেন। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে বক্তব্য দেন মো. হাফিজুর রহমান, মো. গোলাম কিবরিয়া সোহাগ, কাজী আক্কাস, জসিম তালুকদার, মারুফ, মো. মারুফ তালুকদার প্রমুখ।

সমাবেশে চিকিৎসক মামুন হাসানের দুর্নীতির অভিযোগসহ গত ৫ আগস্টে ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। তাঁরা বলেন, মামুন হাসান শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের পালিত লোক। তিনি শেখ হেলালের প্রভাব দেখিয়ে চিতলমারীতে চিকিৎসার মতো মহৎ পেশায় দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন।

বক্তারা আরও বলেন, চিকিৎসক মামুন হাসান আওয়ামী লীগের ব্যানারে থেকে চিতলমারীতে যা ইচ্ছে তাই করেছেন। এমনকি তিনি ছাত্র জনতার গণ-আন্দোলনের বিরুদ্ধে থেকে সেখানকার বিএনপিসহ ছাত্রদের হয়রানি করেছেন। তাঁকে নেছারাবাদ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার পদ থেকে দ্রুত অপসারণে দাবি জানাই।

চিকিৎসক মামুন হাসান নেছারাবাদ হাসপাতালে যোগদান করায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে স্থানীয় বিএনপিসহ ছাত্রজনতা এর দায়ভার নেবে না বলে জানান বক্তারা।

গত বৃহস্পতিবার নেছারাবাদ হাসপাতালে মামুন হাসানের যোগদানের খবরে স্থানীয় মানুষ তাঁর কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। পরদিন পুনরায় সহস্রাধিক মানুষ জড়ো হয়ে স্বাস্থ্য কর্মকর্তা মামুন হাসানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।

এ বিষয়ে পিরোজপুর সিভিল সার্জন মো. মিজানুর রহমান বলেন, গত বৃহস্পতিবার নেছারাবাদ হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা পদে চিকিৎসক মামুন হাসানের পদায়ন হয়েছে। তবে এখনো তিনি সেখানে যোগদান করেননি। তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের কথা স্থানীয় মানুষ জানিয়েছে। আমি বিষয়টি ইতিমধ্যে বিভাগীয় পরিচালকের কাছে জানিয়েছি।

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ