Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা

বাংলা নববর্ষে উৎসবে মেতেছে বরিশালবাসী। আজ রোববার এ উপলক্ষে তিনটি মঙ্গল শোভাযাত্রা বের হয়েছে। এতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
নগরীর বিএম স্কুল প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান সড়ক ঘুরে শেষ হয় সিটি কলেজ প্রাঙ্গণে। 

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শওকত আলী, পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, চারুকলা বরিশালের প্রতিষ্ঠাতা সভাপতি দিপংকর চক্রবর্তী, সংস্কৃতিজন শাহ সাজেদা প্রমুখ। 

এ শোভাযাত্রায় নানা রঙের মুখোশ, টেপাপুতুল, পশুপাখির প্রতিকৃতিসহ বাঙালি সংস্কৃতির নানা ঐতিহ্য স্থান পায়। এতে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়। 

সকালে বরিশাল ব্রজমোহন স্কুল প্রাঙ্গণে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গেয়ে আয়োজন প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করে উদীচী বরিশাল। নাচ-গানে বাংলা নতুন বছরকে বরণ করা হয়। এ ছাড়া ব্রজমোহন স্কুল মাঠে তিন দিনের বৈশাখী মেলার আয়োজন করেছে উদীচী। 

এদিকে বাংলা বর্ষবরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে এ মঙ্গল শোভাযাত্রা বের হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগেও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে নববর্ষকে বরণে।

মুলাদীতে ডোবা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

স্কুলের মাঠ দখল করে বিএনপি নেতার ঘর

শিশুদেরও প্রবেশ ফি নিচ্ছে বরিশাল সিটি করপোরেশন

ভোলায় বিএনপি নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

যুব উন্নয়নের কোয়ার্টারে মিলল যুবকের ঝুলন্ত লাশ

ভোলায় জমি নিয়ে বিরোধ, মীমাংসা করতে গিয়ে বিএনপি নেতা খুন

কুয়াকাটা সৈকতে আনন্দ-উল্লাসে মেতেছেন পর্যটকেরা

ভোলায় থানা হাজতে আসামির মৃত্যু, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

খাবারে চেতনানাশক মিশিয়ে সিঁধ কেটে চুরির সময় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ছেলের হত্যাকারীদের বিচার কি হবে না, প্রশ্ন জিহাদের বাবার