Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

পাথরঘাটায় সাংবাদিককে হুমকি: প্রধান শিক্ষককে শোকজ 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটায় সাংবাদিককে হুমকি: প্রধান শিক্ষককে শোকজ 

বরগুনার পাথরঘাটায় ১৪৩ নম্বর উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন-অর রশিদকে শোকজ করেছেন পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা। এই শিক্ষকের বিরুদ্ধে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে শোকজের চিঠি দেওয়া হয়। 

আজ বুধবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস। 

এর আগে গত সোমবার রাতে আজকের পত্রিকার অনলাইনে ‘পাথরঘাটায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আর টিভির পাথরঘাটা প্রতিনিধি তাওহীদুল ইসলাম শুভ জানান, প্রধান শিক্ষক হারুন-অর রশিদ মাসে দু-এক দিন বিদ্যালয়ে আসেন, তখন হাজিরা খাতায় পুরো মাসের স্বাক্ষর দিয়ে চলে যান। এ ছাড়াও নিয়মিত পাঁচজন শিক্ষক উপস্থিত থাকার কথা থাকলেও ৫ জন বিপরীতে ২ জন পালাক্রমে উপস্থিত থাকেন। 

এমন অভিযোগের ভিত্তিতে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে গত ৭ অক্টোবর বেলা সাড়ে ১১টায় সরেজমিন গিয়ে সত্যতা পাওয়া পান তিনি। এ বিষয়ে প্রধান শিক্ষক হারুন-অর রশিদের কাছে জানতে চাইলে তিনি তাঁকে বিদ্যালয় থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন। না হলে অনুমতি না নেওয়ার কারণে মামলা দেবেন বলেও জানান। ঘটনার পর দিন তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং নিউজ করলে প্রাণনাশের হুমকি দেয়। 

বিষয়টি নিয়ে পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরির (জিডি) পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ কারণে তিনি। 

এ ঘটনার পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপক কুমার ওই শিক্ষককে শোকজের নোটিশ দেন। শিক্ষককে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায়, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে সুপারিশ করা হবে। 

পাথরঘাটা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস জানান, প্রধান শিক্ষক হারুন-অর রশিদকে ইতিমধ্যে শোকজ করে অভিযোগের জবাব চাওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি করে অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে।

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের