হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে মাদক ব্যবসার দায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাতজনকে মাদক ব্যবসার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদেরকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ এস এম এরশাদুল আলম এই রায় ঘোষণা করেন। 

কারাদণ্ডাদেশের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম বাদল। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. মোশাররফ শিকদার, মো. বাদল খান, মো. ইলিয়াস সরদার, মো. জহির সরদার, মো. আলামিন ও মো. কালা ফারুক এবং মো. সোহরাব মাঝি। তাঁরা কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (২০১৮) মামলা হয়। 

আদালত থেকে জানা গেছে, ২০১৯ সালে কলাপাড়া উপজেলার কুয়াকাটার গঙ্গামতি সৈকত থেকে গভীর সমুদ্রে ৫ লাখ ইয়াবা বড়ির চালান নিয়ে আসছিলেন আসামিরা। এ সময় কোস্টগার্ড খবর পেয়ে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ ৭ জনকে গ্রেপ্তার করে। আসামিদের কলাপাড়া থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা করা হয়। 

পিপি নজরুল ইসলাম বাদল বলেন, ‘মাদক মামলায় ৭ জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে তিনজন কারাগারে ছিলেন এবং তাঁদের কখনো জামিন হয়নি। এ ছাড়া বাকি চারজন জামিনে ছিলেন। তবে আজ সবাই আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাঁদের কারাগারে পাঠানো হয়।’

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ