Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

গণসংযোগে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থীকে শোকজ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

গণসংযোগে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থীকে শোকজ

বরিশালের মুলাদীতে গণসংযোগের সময় ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জহির উদ্দীন খসরুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মনদীপ ঘরাই তাঁকে শোকজ করেন। 

শোকজের চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল হাসান খান মিঠু প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহির উদ্দীন খসরুর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগে প্রার্থিতা বাতিলের দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এসব বিষয় নিশ্চিত করেছেন। 

চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দীন খসরু ভোটারদের মধ্যে টাকা বিতরণের বিষয় অস্বীকার করেছেন। তাঁর দাবি, দুটি ছবি ব্যবহার করে তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা চলছে। 

শোকজে উল্লেখ করা হয়েছে, মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জহির উদ্দীন খসরু বিভিন্ন ইউনিয়নে গণসংযোগের সময় ভোটারদের টাকা বিতরণ করেছেন। বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হয়। ভোটারদের টাকা বিতরণ উপজেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালার পরিপন্থী। 

জহির উদ্দীন খসরু বলেন, ‘কোনো ভোটারকে টাকা দেওয়া হয়নি। গত ৬ মে সফিপুর ইউনিয়নে অটোরিকশাচালককে ভাড়া দেওয়া ও একটি দোকান পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সাহায্য করার সময় সমর্থকেরা ছবি তুলেছেন। ওই ছবি দুটি দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অপপ্রচার চালাচ্ছেন। গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। যথাসময়ে শোকজের উত্তর দেওয়া হবে।’ 

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা চেয়ারম্যান প্রার্থী জহির উদ্দীন খসরুকে শোকজ করার পাশাপাশি বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।’ 

 ২১ মে মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে মো. তারিকুল হাসান খান মিঠু আনারস প্রতীকে, মো. জহির উদ্দীন খসরু দোয়াত কলম ও তারেক আহমদ খান ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চরফ্যাশনে চোর সন্দেহে হাত-পা ভেঙে চোখ উপড়ে নিল এলাকাবাসী

উপজেলা মৎস্য অফিসে মদের বোতল, তোলপাড়

আ.লীগ নেতার ঠিকাদারিতে ২১ সেতু, আট মাসেই ভেঙেছে ১০টি

নিয়মের কোনো তোয়াক্কা করছেন না উপাচার্য

বরিশালে আধিপত্যের জেরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আদালত এলাকা থেকে পিরোজপুরে আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

বরিশাল বোর্ড : দুই কর্মকর্তাকে যোগদানে বাধা বিএনপিপন্থী কর্মচারীদের

স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি মোবাইল না পেয়ে আত্মহত্যা

জমি কেনার নামে ৫০ লাখ আত্মসাৎ মেয়রের

স্কুল-কলেজের ভবন নির্মাণে ধীরগতি ও নিম্নমানের কাজ, প্রকৌশলী ও ঠিকাদারদের সতর্ক