নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় ইজিবাইক চালক নাসির সরদার (২৫) নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ২টার দিকে মহাসড়কের নতুন শিকারপুর মুন্ডপাশা এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান। নিহত নাসির সরদার মুন্ডপাশা গ্রামের নুর সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস নতুন শিকারপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি ইজিবাইক আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক নাসির বাসের নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, দুর্ঘটনার পর বাসের চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।