ভোলার লালমোহনে টয়লেট থেকে নূরজাহান বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় উপজেলায় বদরপুর ইউনিয়নের রায়রাবাদ গ্রামের ইউনূছ খনকার বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়। নূরজাহান ওই বাড়ির কবিরের স্ত্রী।
এ ব্যাপারে জানতে চাইলে লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ‘ওই গৃহবধূর সঙ্গে তাঁর স্বামী কবিরের দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে আদালতে মামলা ছিল। এ কারণে নূরজাহান তাঁর বাবার বাড়িতেই থাকতো। তবে আজ শনিবার সন্ধ্যায় টয়লেটে গিয়ে নূরজাহানের শাশুরি তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর ডাকচিৎকার দিলে স্থানীয়রা এসে আমাদের খবর দেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’