Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় মাটির নিচ থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

আগৈলঝাড়ায় মাটির নিচ থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার

বরিশালের আগৈলঝাড়ায় মাটির নিচ থেকে ১ হাজার ৫৫৪টি গুলি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় মাটির নিচ থেকে এই বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত গুলি জব্দ করে আগৈলঝাড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের কিসমত সরদারের কাছ থেকে সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য জমি ক্রয় করে উপজেলা প্রশাসন। ওই জমিতে ঘর নির্মাণের জন্য মাটি খুঁড়তে গেলে তিন ফুট মাটির নিচ থেকে শ্রমিকেরা বিপুল পরিমাণ পরিত্যক্ত গুলির সন্ধান পান। 

গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু জানান, স্বাধীনতাযুদ্ধের সময় ওই বাড়িতে পিচ কমিটির ক্যাম্প ছিল। সেখানে তাদের ব্যবহৃত গুলি ছিল বলে ধারণা করা হচ্ছে। 

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের সময় শ্রমিকেরা মাটি খুঁড়ে গুলি পাওয়ার ঘটনা তাঁকে জানালে তিনি আগৈলঝাড়া থানার পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ হাজার ৫৫৪টি গুলি জব্দ করেন। পরে উদ্ধারকৃত গুলি থানায় হস্তান্তর করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম, উপপরিদর্শক মিজানুর রহমান মিশু, মিলটন মণ্ডল, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুসহ প্রমুখ। 

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম আরও জানান, মাটির নিচ থেকে পাওয়া ১ হাজার ৫৫৪টি গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জব্দ গুলি বরিশাল আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নেছারাবাদে ৫ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে বাবা-ছেলেকে মারধর

রুহিতার চরের সীমানা নির্ধারণ চেয়ে মানববন্ধন

ঝালকাঠি শহরে ইফতারের সময় ডাকাতির চেষ্টা, পুলিশসহ আহত ৫

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

বিএনপির কর্মীদের তোপের মুখে বরিশালের বিভাগীয় কমিশনার

ঝালকাঠিতে সাবেক সেনাসদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বরিশালে শ্রমিকদের দ্বন্দ্ব মেটাতে গিয়ে মারধরের শিকার ৩ শিক্ষার্থী, সড়ক অবরোধ

আঁখির আয়ের উৎস ‘মায়ের স্মৃতি’ মাটির গয়না

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক