হোম > সারা দেশ > বরিশাল

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলা সদর উপজেলায় নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক বৃদ্ধকে ক্র‍্যাচ দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ ইউনিয়নের কালীখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সুজনকে আটক করেছে। 

নিহত বৃদ্ধার নাম আব্দুর রব (৬০)। সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সদুরচর গ্রামের বাসিন্দা এবং সবজির বিক্রেতা ছিলেন। আটক সুজনও একই গ্রামের বাসিন্দা। তিনি গত বছর গাছ থেকে পড়ে পঙ্গু হয়ে যান। এরপর থেকে ক্র‍্যাচ ব্যবহার করতেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে এক নারী চরনোয়াবাদ এলাকা দিয়ে তাঁর বাচ্চাকে নিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিলেন। এ সময় সুজন ওই নারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বিয়ের প্রস্তাব দেন। একই সময়ে আব্দুর রব সবজি নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। এই নারী সাহায্য চাইলে আব্দুর রব ঘটনার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সুজন তাঁর কাছে থাকা ক্র‍্যাচ দিয়ে আব্দুর রবকে মাথায় আঘাত করেন। পরে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন, আব্দুর রবকে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন