হোম > সারা দেশ > বরগুনা

আমতলীতে শিশু ধর্ষণ মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে ১০ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নুরুল ইসলাম একজন মোটরসাইকেলচালক। গ্রেপ্তার অভিযানে যৌথভাবে অংশ নেন নারায়ণগঞ্জ র‍্যাব-১১ ও বরিশাল র‍্যাব-৮-এর সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার ১০ বছরের শিশুকন্যার বাবা ও মা কুকুয়া ইউনিয়নে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় তাঁরা নুরুল ইসলামের মোটরসাইকেলে শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেন। পথে মোটরসাইকেলচালক নুরুল ইসলাম শিশুটিকে ধর্ষণ শেষ বাড়ির সামনে রেখে চলে যায়। শিশুটির অভিযোগ, ধর্ষণ শেষে নুরুল ইসলাম তাকে শাসিয়ে যায়, এ ঘটনা কাউকে জানালে হত্যা করে ফেলবে। শিশুটি ভয়ে ওই রাতে ঘটনা পরিবারের কাউকে জানায়নি। পরের দিন ১৬ জানুয়ারি সকালে শিশুটি শরীরের যন্ত্রণা সইতে না পেরে দাদির কাছে ঘটনা বলে দেয়। এ ঘটনায় গত ১৭ জানুয়ারি শিশুর বাবা বাদী হয়ে ধর্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমতলী থানায় মামলা করেন।

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ধর্ষক নুরুল ইসলামকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আনতে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ