Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

আমতলীতে শিশু ধর্ষণ মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

আমতলীতে শিশু ধর্ষণ মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে ১০ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নুরুল ইসলাম একজন মোটরসাইকেলচালক। গ্রেপ্তার অভিযানে যৌথভাবে অংশ নেন নারায়ণগঞ্জ র‍্যাব-১১ ও বরিশাল র‍্যাব-৮-এর সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার ১০ বছরের শিশুকন্যার বাবা ও মা কুকুয়া ইউনিয়নে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় তাঁরা নুরুল ইসলামের মোটরসাইকেলে শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেন। পথে মোটরসাইকেলচালক নুরুল ইসলাম শিশুটিকে ধর্ষণ শেষ বাড়ির সামনে রেখে চলে যায়। শিশুটির অভিযোগ, ধর্ষণ শেষে নুরুল ইসলাম তাকে শাসিয়ে যায়, এ ঘটনা কাউকে জানালে হত্যা করে ফেলবে। শিশুটি ভয়ে ওই রাতে ঘটনা পরিবারের কাউকে জানায়নি। পরের দিন ১৬ জানুয়ারি সকালে শিশুটি শরীরের যন্ত্রণা সইতে না পেরে দাদির কাছে ঘটনা বলে দেয়। এ ঘটনায় গত ১৭ জানুয়ারি শিশুর বাবা বাদী হয়ে ধর্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমতলী থানায় মামলা করেন।

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ধর্ষক নুরুল ইসলামকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আনতে পুলিশ পাঠানো হয়েছে।

বরিশালে নাহিদের উপস্থিতিতে এনসিপির দুই পক্ষের হাতাহাতি

গণপরিষদ নির্বাচন ছাড়া সংবিধান সংস্কার সম্ভব নয়: নাহিদ

জামিনে মুক্তি পেয়ে ওসির বিরুদ্ধে অভিযোগ তুললেন মহিলা দল নেতা

ভোলায় দলবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

বরিশালে মব জাস্টিসের শিকার ২ শতাধিক শিক্ষক, অভিযোগ নেতাদের

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবি

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু

ঈদযাত্রায় কাড়াকাড়ি নেই লঞ্চের টিকিটের

মুলাদীতে হাত ও মুখ বেঁধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

পটুয়াখালীতে কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ