হোম > সারা দেশ > বরিশাল

সন্তান জন্মের সংবাদে মিষ্টি নিয়ে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাবার মৃত্যু 

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে সন্তান জন্মের খবর শুনে মিষ্টি নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. জিয়া উদ্দিন রনি (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে মো. তকি (১৫) নামে এক কিশোরের। 

আজ শুক্রবার রাতে চরভদ্রাসনের ওমরপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি ওই ইউনিয়নের কাদের মিয়ার ছেলে। গুরুতর আহত কিশোর তকিকে প্রাথমিক চিকিৎসা শেষে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

নিহত রনির স্বজনরা জানান, বিকেলে রনির স্ত্রী একটি পুত্র সন্তান জন্ম দেন। পুত্র সন্তান জন্মের খবরে খুশিতে রনি চরফ্যাশন বাজার থেকে খালতো ভাই মো. তকিকে সঙ্গে করে মিষ্টি নিয়ে বাড়ি ফেরার পথে ওমরপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুৎদের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক যুবক রনিকে মৃত ঘোষণা করেন। আহত কিশোর মো. তকিকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

চরফ্যাশন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন