Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বিশৃঙ্খলার অভিযোগে নৌকার সমর্থকদের সংযত থাকার আহ্বান খোকনের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল থেকে

বিশৃঙ্খলার অভিযোগে নৌকার সমর্থকদের সংযত থাকার আহ্বান খোকনের

কয়েকটি কেন্দ্রে অন্য মেয়র প্রার্থীদের সমর্থক ও এজেন্টদের সঙ্গে হাতাহাতি, মারামারি ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নৌকার কর্মী-সমর্থকদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

আজ বেলা পৌনে ১১টায় বরিশাল সরকারি কলেজ কেন্দ্রে আবুল খায়ের আবদুল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ১০টায় বরিশাল সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজ কেন্দ্রে তিনি নিজের ভোট দেন।

আবুল খায়ের আবদুল্লাহ বলেন, ‘চমৎকার পরিবেশে খুব ভালো ভোট হচ্ছে। ভোটার উপস্থিতি দেখে আমি আনন্দিত ৷ স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট দিতে আসছেন। যাঁরা আসছেন সবাই ভোট দিতে পারছেন। আমি আশাবাদী, এভাবে চললে অবশ্যই জয়যুক্ত হব। ভোটের ফলাফল যা-ই হোক মেনে নেব। বরিশালবাসীর সঙ্গে আছি, থাকব।’

অন্য মেয়র প্রার্থীরা এজেন্ট ঢুকতে বাধা দেওয়াসহ বেশ কিছু অভিযোগ করেছেন ৷ এসব অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী খায়ের আবদুল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশন আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। বিষয়গুলো তারা দেখবে ৷ এই বিষয়ে আমার কিছু বলার নাই।’

বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতাহাতির খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে খায়ের আবদুল্লাহ বলেন, এখানে অনেক কাউন্সিলরের মধ্যে সমস্যা আছে। কাউন্সিলর প্রার্থীদের নিজেদের মধ্যে অন্তর্কোন্দল আছে। সেটার কারণে হয়তো হতে পারে ৷ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

আবুল খায়ের আবদুল্লাহর ভাতিজা বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ ভোট দিতে এসেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ব্যাপারে আমি মন্তব্য করব না।’

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক