Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বরগুনায় মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনায় মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

বরগুনার তালতলি উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মোটরসাইকেল চালক আরাফাত খানকে (২২) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা হাবিব উল্লাহ গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কচুপাত্রা পুরাতন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তালতলি উপজেলার পচাকোড়িয়া ইউনিয়নের কলারং গ্রামের শহীদ সিকদার ও তার দুই ছেলে সোহেল সিকদার, আরাফাত সিকদার এবং ভাতিজা বায়েজিদ সিকদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গত বৃহস্পতিবার তারা কচুপাত্রা বাজারে মাদক বিক্রি করতে গেলে মোটরসাইকেল চালক আরাফাত খান বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়।

শনিবার রাত ৯টার দিকে আরাফাত খান প্রতিবেশী হাবিব উল্লাহকে সঙ্গে নিয়ে বাজারের দিকে যাওয়ার সময় শহীদ সিকদার ১০-১২ জন সন্ত্রাসীসহ তাদের গতিরোধ করে। এরপর আরাফাতকে মোটরসাইকেল থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় অন্তত ৫০ জন মানুষ এই হামলা দেখলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে আসেননি।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. রাসেদ মাহমুদ রোকনুজ্জামান আরাফাত খানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হাবিব উল্লাহর বাবা ইলিয়াস হাওলাদার বলেন, ‘আমার ছেলেকেও কুপিয়ে জখম করা হয়েছে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

নিহত আরাফাতের বাবা আব্দুল জলিল খান বলেন, ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের কঠোর বিচার চাই।’

শারিকখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক খান জানান, আরাফাত আমার ভাইয়ের ছেলে। পূর্বশত্রুতার জের ধরেই শহীদ সিকদার ও তার ছেলেরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।

তালতলী থানার ওসি মো. শাহ জালাল বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যুবলীগ ও শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

নেছারাবাদে যুবদল নেতার বিরুদ্ধে কর্মীর চাঁদাবাজির মামলা

মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইয়াবাসহ আটক

নাগরিক কমিটির সদস্য হওয়ায় যুবদল থেকে বহিষ্কার হলেন রাজাপুরের সজীব

কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহার, দুই লাখ টাকা জরিমানা