হোম > সারা দেশ > বরিশাল

টেন্ডার কার্যক্রম বাতিলের দাবিতে ব্যবসায়ীদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন চৌমাথা বাজারের ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা

স্বল্প মূল্যে স্টল বরাদ্দ, টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার আহ্বানসহ তিন দফা দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন চৌমাথা বাজারের ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

গতকাল সোমবার আজকের পত্রিকায় ‘মেয়র কোটায় ৮ স্টল, বাকিগুলোর দরপত্র’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

মানববন্ধনের আয়োজক সংগঠনের সভাপতি মো. শহীদ খান বলেন, তিন যুগ ধরে প্রতিদিন ২ টাকা হারে খাজনা প্রদানসহ সরকারি সব নিয়মকানুন মেনেছেন ফল ব্যবসায়ীরা। এ ছাড়া বরিশাল সিটি করপোরেশন হওয়ার পর থেকে যে কজন নগরপিতা দায়িত্ব পালন করেছেন, তাঁরা সবাই বিভিন্ন সময় বাজার আধুনিকায়ন করে স্টল বরাদ্দের আশ্বাস দিয়ে আসছিলেন। কিন্তু হঠাৎ করে বর্তমান সময়ে স্টল নির্মাণের পর সিটি করপোরেশন থেকে ইজারার নামে অতিরিক্ত অর্থ ধার্য করা হয়েছে, যা ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই অল্প বরাদ্দে যাতে আমরা স্টল পেতে পারি, সে বিষয়ে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি।’

শহীদ খান আরও বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে টেন্ডারের মাধ্যমে বরাদ্দ করা স্টল বাদ দিয়ে আমাদের ফয়সালা দিতে হবে। যদি এ দাবি মানা না হয় তাহলে কঠোর আন্দোলনে যাব।’ তবে আগামীকাল বুধবার সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে বৈঠকে একটা সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান শহীদ খান। তিন দফা দাবির মধ্যে বৈঠকে বসারও দাবি ছিল তাঁদের।

মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন চৌমাথা বাজারের ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, ‘স্টলের টেন্ডার সম্পন্ন হয়েছে। যাঁরা অংশ নিয়েছেন তাঁদের মধ্যে প্রকৃত অংশগ্রহণকারীরা স্টল বরাদ্দ পাবেন। এ ছাড়া কিছুই করার নেই।’

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী