Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় পাথরঘাটায় ঝাড়ুমিছিল

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় পাথরঘাটায় ঝাড়ুমিছিল

বরগুনার পাথরঘাটায় আব্দুল হালিম নামে এক আওয়ামী লীগ নেতাকে আদালত জামিন দেওয়ায় শহরে ঝাড়ুমিছিল ও সমাবেশ করেছেন পাথরঘাটা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

আজ সোমবার বিকেল ৫টার দিকে পাথরঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে পাঁচ শতাধিক নেতা–কর্মীরা ঝাড়ুমিছিল বের করে শহরে প্রদক্ষিণ করে। পরে পাথরঘাটা গোলচত্বরে এসে সভা শেষ হয়।

জানা গেছে, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ নুরুল ইসলাম মনির ওপর হামলা ও গাড়িবহর ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতারা। এ ঘটনায় ৩ অক্টোবর পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। এই মামলার অজ্ঞাতনামা এক আসামিকে জামিন দিলে বিএনপির নেতা–কর্মীরা বিচারকের বিরুদ্ধে উত্তেজিত হয়ে ওঠেন।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, সদস্যসচিব কামরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ চাপরাশি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, আবু বকর সিদ্দিক মেছাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গিয়াস আহমেদ প্রমুখ।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, নুরুল ইসলাম মনির ওপর হামলার ঘটনার মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত একজন ও অজ্ঞাতনামা তিনজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের