আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আননাফি খলিফা। আড়াই বছরের খলিফা কালুপাড়া গ্রামের জালাল খলিফার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে শিশু আননাফি খলিফা বাড়িতে খেলা করছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিশির কুমার গাইন বলেন, শিশু আননাফি খলিফাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।