বরগুনা প্রতিনিধি
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার জন্য বরগুনা থেকে ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে তিনজনই বরগুনার সাবেক সংসদ সদস্যের স্ত্রী ও দুজন কন্যা। এ ছাড়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন এমন দুজন প্রার্থীর স্ত্রীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আওয়ামী লীগের বরিশাল বিভাগের সংরক্ষিত নারী আসনের দল নেতা মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার জন্য বরগুনা থেকে মোট ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন—মাধবী দেবনাথ, ফারহানা আলম মিতা, ফাতিমা পারভীন, মাহিনুর বেগম লাকি, রোজিনা নাসরিন, মিতু আক্তার, ফারজানা সুমি, নাসিমা ফেরদৌসি, নাজনিন রহমান, ইসমত আরা খানম লিপি, মাহমুদা বেগম, জাকিয়া এলিচ, ফারহানা ফেরদৌসি, নুর আফরোজা, সানজিদা রহমান, জান্নাতুল ফেরদৌস আরা, বিলকিস খানম।
এর মধ্যে বরগুনা—১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের স্ত্রী রোজিনা নাসরিন, গোলাম সরোয়ার ফোরকানের স্ত্রী মাহিনুর বেগম লাকিও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ ছাড়া বরগুনা—১ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম তালুকদারের স্ত্রী জাকিয়া এলিচ, সিদ্দিকুর রহমানের মেয়ে সানজিদা রহমান, দেলোয়ার হোসেনের মেয়ে ফারজানা সুমি, বরগুনা—২ আসনের ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর স্ত্রী নূর আফরোজা হেপি। সংরক্ষিত নারী আসন ৩১৫, বরগুনার সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌসিও এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাকিদের মধ্যে একজন পাথরঘাটা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, বাকিরা সবাই যুব মহিলা লীগের বিভিন্ন পদে যুক্ত আছেন।