Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত

ঝালকাঠি প্রতিনিধি  

ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত
প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ষাটপাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারী হলেন বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান (৮৫)। তিনি ঝালকাঠি সদর উপজেলার নতুল্লাবাদ ইউনিয়নের বাড়ইয়ারা গ্রামের মুন্সিবাড়ি এলাকার মৃত ওছিম উদ্দিন হাওলাদারের ছেলে এবং নতুল্লাবাদ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। পরিচয় নিশ্চিত করেছেন তাঁর বড় মেয়ে মমতাজ বেগম।

নিহত মোটরসাইকেলচালক আল-আমিন তাহেনী (৪৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় মো. ইউনুস আলী খানের বাসায় ভাড়া থাকতেন এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। পরিচয় নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী শিউলি বেগম।

দুর্ঘটনায় নিহতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মফিজুর রহমান রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে ঝালকাঠিগামী একটি মোটরসাইকেল এসে তাঁকে সজোরে ধাক্কা দেয়। পরে দুজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

নিহত মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের মেয়ে মমতাজ বেগম বলেন, ‘বাবা-মা আমার বাসায় থাকেন। আমার স্বামীর ষাটপাকিয়া বাজারে চায়ের দোকান আছে। বাবা রাতে ওই দোকানে গিয়েছিলেন। পরে শুনলাম সড়ক দুর্ঘটনায় বাবা আহত হয়েছেন। হাসপাতালে এসে দেখি তিনি মারা গেছেন।’

নিহত মোটরসাইকেলচালক আলামিন তাহেনীর স্ত্রী শিউলি বলেন, ‘সন্ধ্যায় কাজ শেষ করে তিনি বাসায় এসে মেয়ের টিউশনির জন্য ১ হাজার টাকা দিয়ে আবার বাসা থেকে বের হন। পরে রাতে দুর্ঘটনায় আহত হয়েছে খবর শুনে হাসপাতালে এসে দেখি তাঁর নিথর দেহ পড়ে আছে।’

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় পথচারী নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

জমি কেনার নামে ৫০ লাখ আত্মসাৎ মেয়রের

স্কুল-কলেজের ভবন নির্মাণে ধীরগতি ও নিম্নমানের কাজ, প্রকৌশলী ও ঠিকাদারদের সতর্ক

রমজানে সড়ক নিরাপদ রাখতে বিএমপি কমিশনারের নির্দেশ

ভোলার ১০ গ্রামে শুরু পবিত্র মাহে রমজান

বিসিসির কাজ বাগাতে তৎপর বিএনপি নামধারীরা

যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে চাচাকে জুতাপেটা, পরে ছাত্রীকে পেটালেন চাচাতো ভাইয়েরা

মেয়েকে উত্ত্যক্তের বিচার দাবি করায় বাবাকে পেটাল বখাটেরা

মাছ ধরার ট্রলারে ইয়াবার চালান, ১৬ পাচারকারী গ্রেপ্তার

বিষখালী নদীতে ভাসছিল নারীর লাশ

পিরোজপুরে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ পুলিশ প্রত্যাহার