হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় ছুরিকাঘাতে যুবক খুন

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর ছুরির আঘাতে মো. টুলু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভাঙ্গা ব্রিজ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. টুলু রাজাপুর ইউনিয়নের মো. রহমানের ছেলে এবং দুই সন্তানের জনক। তাঁকে ছুরি মেরে খুন করার অভিযোগ ওঠা ব্যক্তির নাম মো. ফারুক হোসেন। তিনি একই ইউনিয়নের বাসিন্দা। 

ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির বলেন, টুলু ও ফারুক মেদুয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করতেন। গতকাল টুলু ও ফারুকের মধ্যে ঝগড়া হয়েছে। ওই বিরোধের জের ধরে আজ সকাল সাড়ে ৭টার দিকে ফারুক ছুরিকাঘাতে টুলুকে হত্যা করেছেন। ঘটনার পর ফারুক পালিয়ে গেছেন। পুলিশ রক্তাক্ত ছুরি জব্দ করেছে। টুলুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলছে।

ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মামুন অর রশিদ বলেন, ‘টুলু হত্যার ঘটনায় আমরা ফারুক নামে একজনকে শনাক্ত করতে পেরেছি। ঘটনার পর থেকে পুলিশ অভিযুক্ত ফারুককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’

মো. মামুন অর রশিদ আরও জানান, এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

সেকশন