বরগুনার আমতলীতে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে বরগুনার আমতলীতে যানবাহন থেকে টোল আদায়ের অভিযোগ উঠেছে। যানবাহন মালিক ও চালকদের অভিযোগ, আমতলী পৌরসভার ইজারাদাররা বরিশাল-পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা সড়কের আমতলীতে যানবাহন থামিয়ে টোল আদায় করা হয়। তবে পৌর মেয়রের দাবি, সড়ক-মহাসড়কে যানবাহন থেকে টোল আদায়ের জন্য নিষেধ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সরেজমিনে আমতলী পৌর শহরের নতুন বাজার চৌরাস্তা ও সরকারি একে পাইলট হাই স্কুল সংলগ্ন চৌরাস্তা এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে দাঁড়িয়ে প্রতিটি যাত্রীবাহী বাস, পরিবহন বাস, ট্রাক, ট্রলি, মাহেন্দ্রা, টমটম, পিকআপ ও ব্যাটারিচালিত ইজিবাইক থেকে নির্ধারিত হারে পৌর টোল আদায় করা হচ্ছে।
বরিশাল-পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা সড়কের চলা বাস ‘মায়ের দোয়া’ পরিবহনের মালিক মো. আক্কাস বলেন, ‘আমাদের প্রতিটি গাড়ি থেকে ৫০ টাকা করে পৌর টোল আদায় করা হয়। বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা রুটে যতগুলো বাস চলাচল করে সবার কাছ থেকেই টোল আদায় করছে আমতলী পৌরসভার টোল আদায়কারীরা।’
একই অভিযোগ ঢাকাগামী দূরপাল্লা রুটে চলাচলকারী পরিবহগুলোর কাউন্টার পরিচালকদের। ঢাকা কুয়াকাটা রুটের ‘সাকুরা’ পরিবহনের আমতলী কাউন্টারের পরিচালক আবু হানিফ গাজী বলেন, ‘এই রুটে চলে এমন প্রতিটি বাস থেকে আমতলী পৌরসভা টোল আদায় করছে। আমরা উচ্চ আদালতের নির্দেশনার কথা বললেও তারা শুনছে না। আমাদের কাছ থেকে বাধ্য করে টাকা আদায় করছে তারা।’
‘হানিফ’ পরিবহনের কাউন্টার পরিচালক সুমন মিয়া বলেন, ‘হাইকোর্টের আদেশে টার্মিনাল ব্যতীত সড়ক ও মহাসড়কে যানবাহন দাঁড় করিয়ে কোনো প্রকার টোল আদায় করা যাবে না শুনেছি। কিন্তু সেই আদেশ অমান্য করে প্রতিদিন আমতলী থেকে আমাদের দূরপাল্লার প্রতিটি পরিবহন থেকে প্রতিদিন ১০০ টাকা করে আদায় করা হচ্ছে।’
আমতলী পৌরসভার পৌর টোল আদায়কারী নিজাম উদ্দিন জানান, ‘টোল আদায় বন্ধ করার জন্য পৌরসভা থেকে কোনো নির্দেশনা দেয়নি। আমরা যথানিয়মে তাই পৌর টোল আদায় করছি। পৌরসভা থেকে যদি নিষেধ করা হয় তবে আমরা টোল আদায় বন্ধ রাখব।’
এ বিষয়ে আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান মোবাইলে বলেন, ‘টার্মিনালের বাইরে টোল আদায় করা যাবে না বলে আদায়কারীদের বলা হয়েছে। তবে পৌর শহরের মধ্যে বেশ কয়েকটি টমটম ও থ্রি-হুইলার মাহেন্দ্রা স্ট্যান্ড রয়েছে সেগুলো আমরা পৌরসভা থেকে স্বীকৃতি দিয়েছি। ওই সকল স্ট্যান্ড থেকে পৌরসভার টোল আদায় করা হচ্ছে।’
উল্লেখ্য, টার্মিনাল ব্যতীত সড়ক বা মহাসড়ক থেকে কোনো প্রকার টোল উত্তোলন না করার জন্য সকল সিটি করপোরেশন এবং পৌরসভার মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারি করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে নির্দেশনা প্রদান করা হয়। গত ২১ এপ্রিল হাইকোর্টে দায়েরকৃত ৪৬৪০ / ২০২২ নম্বর রিট পিটিশনের আদেশের আলোকে এই নির্দেশনা দেওয়া হয়।