হোম > সারা দেশ > বরিশাল

পাঁচ কারণে মরছে ডলফিন

মীর মো. মহিব্বুল্লাহ, পটুয়াখালী (বরিশাল) 

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে চলতি বছরের এ পর্যন্ত মোট ৯টি মৃত ডলফিন ভেসে এসেছে। গতকাল শনিবারও কুয়াকাটা সৈকতে ভেসে আসে একটি মৃত ডলফিন।

তবে এসব ডলফিন কি কারণে মারা যাচ্ছে তার কারণ অনুসন্ধান না করেই মাটি চাপা দেওয়া হয়। তবে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে জড়িতদের দাবি ডলফিন সংরক্ষণে মৃত ডলফিনের ময়নাতদন্ত করা প্রয়োজন। সৈকতে ভেসে আসা মৃত জলজ প্রাণীগুলোর মৃত্যুর কারণ নির্ধারণ করে অ্যাকুয়ারিয়াম কিংবা জাদুঘরে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে ডলফিন মৃত্যুর পাঁচটি কারণের কথা জানিয়েছেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ। এই কারণগুলো হলো–মেকানাইজড ভ্যাসেলের বেহুন্দি জালে আটকা পরা, মেকানাইজড জাহাজের ফ্যানে আঘাতপ্রাপ্ত হওয়া, রাক্ষুসে সামুদ্রিক প্রাণীর আক্রমণ, সামুদ্রিক দূষণ ও প্রাকৃতিক কারণ।

কুয়াকাটা সমুদ্র সৈকতে এ বছরের ২০ আগস্ট দুটি, ৭ আগস্ট একটি, ৯ আগস্ট ২টি মৃত ডলফিন ভেসে আসে। এর আগে গত ৯ মে একটি, ১০ মে দুটি ডলফিন সৈকত এলাকায় ভেসে আসে। এরপর গতকাল শনিবার আরেকটি মৃত ডলফিন সৈকতে ভেসে আসে। এ নিয়ে ২০২১ সালের এখন পর্যন্ত মোট ৯টি ডলফিন ভেসে আসলো। এ ছাড়া ২০২০ সালে সমুদ্র সৈকতে বিভিন্ন সময় ৭টি ডলফিন ও একটি তিমি মৃত অবস্থায় ভেসে আসে। তবে সবগুলো জলজ প্রাণীই ময়নাতদন্ত ছাড়া মাটি চাপা দেওয়া হয়। ফলে কি কারণে সামুদ্রিক প্রাণীগুলো মারা যাচ্ছে তা অজানাই থেকে যাচ্ছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘জেলেদের জালে ডলফিন আটকা পড়লে মনে করে এটা হিংস্র প্রাণী। কিন্তু না ডলফিন সমুদ্রের একটি বন্ধু প্রাণী। সে জন্য আমরা সব সময় দাবি করে আসছি আলিপুর, মহিপুরসহ উপকূলীয় যত জেলে আছে তাদের নিয়ে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি। এ ছাড়া সমুদ্রে সৈকতে যতগুলো ডলফিন ভেসে আসছে কোনো রকম ময়নাতদন্ত না করেই মাটি চাপা দেওয়া হয়েছে। ফলে মৃত্যুর কারণ অজানাই রয়ে গেছে।’

তিনি বলেন, ‘আমাদের দাবি একদিকে ডলফিন যদি মারা যায় সংরক্ষণ করে ময়নাতদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার। অন্যদিকে ডলফিন যেন মারা না যায় সে জন্য ও ব্যবস্থা নেওয়া দরকার।’

এদিকে, ২০২০ পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে ডলফিনের মৃত্যুর কারণ অনুসন্ধান ও করণীয় নির্ধারণ করতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি এম সরফরাজকে আহ্বায়ক ও জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহকে সদস্যসচিব করে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে ডলফিন মৃত্যুর জন্য ৫টি কারণ নির্ধারণ করে ও জলজ সম্পদ সংরক্ষণে কুইক রেসপন্স টিম গঠনসহ বেশ কিছু সুপারিশ ওই বছরের ৩১ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিল করে।

সে সময়ে তদন্ত কমিটির সদস্যসচিব ও পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, ‘ডলফিন যেহেতু সামুদ্রিক প্রাণী ও বন্যপ্রাণীর মধ্যে পরে সে ক্ষেত্রে এ সংশ্লিষ্ট বিষয়ে বন বিভাগ কাজ করবে বলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন–২০১২ এ উল্লেখ রয়েছে।’

পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ধারণা করা হচ্ছে জেলেদের জালে আটকা পড়ে এসব ডলফিন মারা যেতে পারে। তবে জেলে নৌকাগুলো যেহেতু তাদের সঙ্গে যোগাযোগ নেই সে ক্ষেত্রে জেলেদের এসব জলজ প্রাণী বিষয়ে সচেতন করা সম্ভব হচ্ছে না।

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

পুলিশ লাইনসে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

সেকশন