হোম > সারা দেশ > বরিশাল

সুবিধার ধান্দায় ব্যস্ত হয়ে পড়লে ফ্যাসিবাদ দ্রুতই ফিরবে: নুর

পটুয়াখালী প্রতিনিধি

গলাচিপা পৌরসভা মঞ্চে বিএনপির নেতা শাহজাহান খানের স্মরণসভা। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘বিএনপি মহাসচিবও জাতীয় ঐক্যের কথা বলেছেন। কারণ, এই পটপরিবর্তনের পর আমরা যদি এখনই সুবিধার ধান্দায় ব্যস্ত হয়ে বিভক্ত হয়ে যাই, তাহলে ফ্যাসিবাদ দ্রুতই কামব্যাক করবে। ফ্যাসিবাদ আবারও পুনর্গঠন হলে বাংলাদেশ ভয়ংকর সংকটে পড়বে।’

আজ বৃহস্পতিবার পটুয়াখালীর গলাচিপা পৌরসভা মঞ্চে বিএনপির নেতা শাহজাহান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘আপনারা জানেন, দেশ স্বাধীনের পর ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত কী নির্মম, নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছিল। সেই বাকশালের কালো থাবা ’৯৬–তে শেখ হাসিনা দিতে না পারলেও ২০০৮ সালে কিন্তু ঠিকই দিয়েছে। এই রকমের বাকশালি চিন্তার ফ্যাসিস্ট রাজনৈতিক দলের আগামী বাংলাদেশে কোনো জায়গা হবে না।’

নুর আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভী ভাই জেলা বিএনপিকে চিঠি দিয়েছিল গলাচিপা-দশমিনায় আমাকে সাহায্য করার জন্য। বিএনপির নেতা–কর্মীদের থেকে অনেক সাহায্য পেয়েছি, কিন্তু কিছু নেতা–কর্মী সাহায্য না করে বরং অসৌজন্যমূলক আচরণ করেছেন। আমি চর অঞ্চল থেকে উঠে এসেছি, অনেক ঘাত–প্রতিঘাত ধাক্কা খেয়ে এখানে এসেছি। তাই আমাদের ছোটখাটো ধাক্কা দিয়ে দাবানো যাবে না।’

উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্ব স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন মরহুম শাহজাহান খানের সহধর্মিণী আনোয়ারা খান। বক্তব্য দেন মরহুম শাহজাহান খানের ছেলে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খান, উপজেলা যুবদলের সদস্যসচিব আশীষ কুমার সাহা, পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর মো. শাহাবুদ্দিন শিকদার প্রমুখ।

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

বিদ্যালয়ের নিচ তলা দখল করে ৩ ব্যবসায়ীর ধানের গুদাম

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

সেকশন