Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

প্রশাসনের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রশাসনের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসনের নির্দেশ অমান্য করে সরকারি জায়গায় পাকা ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ভবনের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে রয়েছে অর্ধশতাধিক গ্রাহকের বিদ্যুতের তার। এতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের সন্ধ্যা নদীর পূর্ব পাড়ে বাগধা বাজারের সরকারি রাস্তা ও জায়গা দখল করে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. বজলুল হক মন্টু দ্বিতল পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন। এ ঘটনা জানার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু গত ১৫ মার্চ ঘটনাস্থলে গিয়ে সরকারি জায়গায় ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেন। 

পরে বজলুল হক মন্টু প্রশাসনের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণকাজ আবারও শুরু করেন। বর্তমানে ভবনের কাজ চলমান রয়েছে। 

এ বিষয়ে আওয়ামী লীগের নেতা বজলুল হক মন্টু বলেন, ‘আমার রেকর্ডীয় জায়গায় আমি ভবন উত্তোলন করেছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু স্যার এসে দেখে গেছেন। তিনি ভবন উত্তোলন করতে নিষেধ করেননি বা বন্ধ রাখার কথা বলেননি।’ 

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি একবার গিয়ে দেখে তাঁকে ভবন নির্মাণের কাজ বন্ধ রাখার কথা বলেছি। তিনি পুনরায় ভবন নির্মাণ  করছেন বলে শুনেছি। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

বিএনপির কর্মীদের তোপের মুখে বরিশালের বিভাগীয় কমিশনার

ঝালকাঠিতে সাবেক সেনাসদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বরিশালে শ্রমিকদের দ্বন্দ্ব মেটাতে গিয়ে মারধরের শিকার ৩ শিক্ষার্থী, সড়ক অবরোধ

আঁখির আয়ের উৎস ‘মায়ের স্মৃতি’ মাটির গয়না

পর্যটকশূন্য কুয়াকাটা সৈকত, মধ্য রমজান থেকে ব্যবসা বাড়ার আশা

ওলামা লীগ থেকে ওলামা দলের যুগ্ম আহ্বায়ক

২২ বছর পর পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বোরহানউদ্দিনে চাঁদা না পেয়ে তরমুজচাষিদের ওপর হামলা, আহত ৫

চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার