পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীসংলগ্ন ডোবা থেকে বোতলনোজ প্রজাতির একটি জীবিত ডলফিন উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের আন্ধারমানিক নদী দিয়ে ডলফিনটি ভেসে আসে।
পরে বন বিভাগ এবং স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের সহযোগিতায় ডলফিনটি সমুদ্রে অবমুক্ত করা হয়। এটির দৈর্ঘ্য পাঁচ ফুট ও প্রস্থ দেড় ফুট।
এ সময় ডলফিনটি একনজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। খবর শুনে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা গিয়ে ডলফিনটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে সন্ধ্যায় আন্ধারমানিক নদীসংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় ডলফিনটি অবমুক্ত করা হয়।