ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
লঞ্চটির যাত্রী রিমন হোসেন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, লঞ্চটি ঝালকাঠি ঘাটে ভেড়ানোর ১০ থেকে ১৫ মিনিট আগে আগুন লাগে। মাস্টার প্রথমে লঞ্চটি পাশের একটি চরে ভেড়ান। এরপর দ্রুত লঞ্চটি আবার নদীর মাঝে নিয়ে যন।
আরেক যাত্রী আবদুল্লাহ জানান, আগুন লাগার পর জাহাজটি পাশের চরে ভেড়ানো হলেও নামার দরজা কোনোভাবে খোলা যাচ্ছিল না। এরপর আবার জাহাজটি নদীতে নেওয়া হয়। তখন বহু যাত্রীকে লাফিয়ে নদীতে ঝাঁপ দিতে দেখা যায়।
আহত এই দুই যাত্রী এখন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।