Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, বরিশালে ২ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, বরিশালে ২ জনের মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে বরিশালে দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন-বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরিদয়া গ্রামের শয়ন চন্দ্র শীল (২১) ও সুমন ফকির (৩৬)।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের উপস্থিতিতে বিচারক রায় পড়ে শোনান। পরে মৃত্যু পরোয়ানাসহ দুজনকে কারাগারে পাঠানো হয়। তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।’

মামলার এজাহার জানা গেছে, ২০২২ সালের ১২ জানুয়ারি কেদারপুর ইউনিয়নের সন্ধ্যা নদীর নালায় বিধবা মরিয়ম বেগমের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের ছেলে ইমারান হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর আগে ১১ জানুয়ারি রাতে ইমারান গৌরনদীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় ভুক্তভোগী বসতঘরে একা ছিলেন।

পুলিশি তদন্তে জানা যায়, একা থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করে। দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে লাঠি ও ইটের আঘাতে হত্যা করে বাড়ি সংলগ্ন নদীর নালায় ফেলে রেখে যায়। তবে নালায় পানি কম থাকায় মৃতদেহটি ভেসে ওঠে। পুলিশ দুই দুর্বৃত্ত শয়ন ও সুমনকে শনাক্তের পর গ্রেপ্তার করে। দুজনই ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের