Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

আমতলীতে মরা গাছ কাটার অনুমতি এনে জীবিত গাছ কর্তন

আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলীতে মরা গাছ কাটার অনুমতি এনে জীবিত গাছ কর্তন

বরগুনার আমতলীতে মরা গাছ কাটার অনুমতি এনে জীবিত গাছ কর্তন করার অভিযোগ উঠেছে। উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গগন খাঁ এলাকার স্থানীয় হানিফ মিয়া এমন অভিযোগ করেন। 

জানা গেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গগন খাঁ এলাকায় পানি উন্নয়র বোর্ড (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে। ওই বাঁধ এলাকায় আমতলী উপজেলা বন বিভাগ সবুজ বেষ্টনী প্রকল্পে গত ৩০ বছর আগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে। এসব গাছ বর্তমানে বড় হয়েছে। ওই গাছের মধ্যে চারটি আকাশমণি গাছ ইতিমধ্যে মারা গেছে। ওই চারটি মরা গাছ কর্তন করতে স্থানীয় জহির প্যাদা ও আক্কাস ব্যাপারী বন বিভাগ কর্তৃপক্ষের অনুমতি আনেন। 

তবে চারটি মরা গাছ কর্তনের পাশাপাশি জহির প্যাদা ও আক্কাস ব্যাপারী বেশ কয়েকটি বড় জীবিত গাছ কর্তন করেছেন। 

স্থানীয়রা বলেন, ঘুষের বিনিময়ে স্থানীয় বন দস্যুরা বন বিভাগ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি এনে বেশ কিছু গাছ কেটে ফেলেছে। কেউ জানতে চাইলে তাঁরা বন বিভাগের অনুমতি এনে গাছ কাটার কথা বলছেন। 

আমতলীতে মরা গাছ কাটার অনুমতি এনে কেটে ফেলা হয়েছে জীবিত গাছএ বিষয়ে জহির প্যাদা বলেন, ‘বন বিভাগ অনুমতি দিয়েছে তাই গাছ কেটেছি।’ তবে জীবিত গাছ কাটার অনুমতি পেয়েছেন কি না জানতে চাইলে— তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। 

আমতলী উপজেলা বন কর্মকর্তা মো. ফিরোজ কবির বলেন, ‘মরা গাছ কাটার অনুমতি দিয়েছি। জীবিত গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি।’
 
বিভাগীয় পটুয়াখালী বন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালে সড়ক খুঁড়ে রাখায় দুর্ভোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

বাউফলের শতাধিক পয়েন্টে মাদকের কারবার

ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়নের দাবি

ভোলার প্রান্তিক মানুষের চোখের চিকিৎসা নিয়ে অংশীজন সভা

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব, প্রতিদিন হাসপাতালে ভর্তি শত রোগী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ৪ দাবি পূরণে উপাচার্যকে ২ দিনের আলটিমেটাম শিক্ষার্থীদের

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, যুবদল নেতা গ্রেপ্তার

র‍্যাবের অভিযান: গুলিবিদ্ধ এসএসসি পরীক্ষার্থীর স্বজনদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ

বরিশাল বিশ্ববিদ্যালয়: স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের ব্যঙ্গচিত্র প্রদর্শন শিক্ষার্থীদের