ভোলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সিয়াম (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ রোববার বিকেলে উপজেলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম ভোলা সদর উপজেলার ঘুইংগার হাট এলাকার মো. মনির হোসেনের ছেলে। আহতদের মধ্যে সিফাত চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহতদের মধ্যে সিফাতের অবস্থা আশঙ্কাজনক। আহত অপরজনের নাম জানা যায়নি।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, সিয়াম ও সিফাত একটি বাইসাইকেল চালিয়ে চরফ্যাশন বাজারের দিকে যাচ্ছিল। সাইকেলের পেছনে সিফাত বসাছিল। ঘটনাস্থলে সাইকেলটির সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লেগে সাইকেল থেকে সিয়াম ও সিফাত সড়কে ছিটকে পড়ে। পেছন থেকে দ্রুতগতিতে আসা ওয়ালটন কোম্পানির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। গুরুতর আহত সিফাতকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ছাড়া আহত আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।