হোম > সারা দেশ > বরগুনা

৭ ছানা রেখে নিখোঁজ মা বিড়াল, সন্ধান পেতে শহরজুড়ে মালিকের মাইকিং

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলায় নিখোঁজ মা বিড়ালের রেখে যাওয়া সাত ছানা। ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলায় হারিয়ে যাওয়া একটি পার্সিয়ান প্রজাতির পোষা বিড়ালের সন্ধান পেতে শহরজুড়ে মাইকিং করেছেন মো. সানাউল্লাহ নামের এক যুবক। বিড়ালটির ছোট ছোট সাতটি ছানা থাকায় সেগুলো বাঁচাতে মা বিড়ালটির সন্ধান পেতে গতকাল শনিবার রাতে তিনি মাইকিং করান।

জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের টিঅ্যান্ডটি রোড এলাকার একটি বাড়ি থেকে বের হয়ে ওই মা বিড়াল আর ফিরে আসেনি। পরে রাত সাড়ে ৯টার দিকে শহরের বিভিন্ন জায়গায় বিড়ালটির সন্ধান চেয়ে মাইকে প্রচার করা হয়।

এ সময় মাইকে বলা হয়, ‘দুপুর দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড স্কুলসংলগ্ন মো. শাহরিয়া নামের এক বাসিন্দার বাসা থেকে সাদা রঙের পার্সিয়ান প্রজাতির একটি বিড়াল হারিয়ে গেছে। বিড়ালটির ছোট ছোট সাতটি বাচ্চা রয়েছে। এ অবস্থায় যদি মা বিড়ালটিকে খুঁজে পাওয়া না যায়, তাহলে বাচ্চাগুলো মারা যাবে।’

এদিকে বিড়ালের সন্ধান পেতে মাইকিং শুনে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই আবার মাইকে প্রচার করা ফোন নম্বরে কল করে বিড়াল ও বাচ্চাগুলো সম্পর্কে জানতে চান।

বরগুনার আমতলীতে সাতটি ছানা রেখে নিখোঁজ মা বিড়ালের সন্ধান চেয়ে মাইকিং। ছবি: সংগৃহীত

সানাউল্লাহ জানিয়েছেন, ছোট বাচ্চাগুলো বাঁচানোর কথা চিন্তা করেই মা বিড়ালটির সন্ধান পেতে তিনি মাইকিং করিয়েছেন।

বিড়ালটির মালিক মোবাইল ফোনে বলেন, ‘প্রায় দেড় বছর ধরে বিড়ালটি আমাদের বাসায় পুষে রেখেছিলাম। শনিবার দুপুরের দিকে বিড়ালটি ঘর থেকে বের হয়ে যায়। ছোট ছোট সাতটি বাচ্চা রেখে দীর্ঘ সময় পর রাতেও বিড়ালটি বাড়িতে ফিরে না আসায়, মনে হচ্ছে কেউ ধরে আটকে রাখতে পারে। আর এ কারণেই বিড়ালটির সন্ধান পেতে মাইকিং করি। যদি সন্ধান পাওয়া না যায়, তাহলে বাচ্চাগুলো বাঁচানো যাবে না।’

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ