হোম > সারা দেশ > বরিশাল

ববি ছাত্রীকে লাঞ্ছিতের ঘটনায় র‍্যাবের হাতে ইউপি সদস্য গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রীকে লাঞ্ছনা ও তাঁর স্বামীকে মারধরের অভিযোগে স্থানীয় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। গ্রেপ্তারকৃত ইউপি সদস্য সাইদুল আলম লিটন চরকাউয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। আজ রোববার নগরীর সাগরদি ইসলামপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় হয় বলে র‍্যাব জানিয়েছে।

র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রীকে লাঞ্ছিতের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ছিল ইউপি সদস্য লিটন। গত মঙ্গলবার রাতে জাহিদ হোসেন জয়, মাকুন মোল্লা ও চরকাউয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুল আলম লিটনের নাম উল্লেখ ও আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে ভুক্তভোগী ছাত্রীর স্বামী সোহাগ হাসান বাদী হয়ে মামলা করেন। এর আগে বুধবার রাত ১০টায় মাদারীপুর থেকে মামলার প্রধান আসামি জাহিদ হোসেন জয়কে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকায় স্বামীকে নিয়ে বেড়াতে গেলে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তাঁর স্বামীকে আটকে রেখে চরকাউয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার সাইদুল আলম লিটনসহ কয়েকজন মিলে তাদের মারধর করেছেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার জেরে শিক্ষার্থীরা শেখ রাসেল পাঠাগার, লিটন মেম্বার ও জয়ের বাড়িতে হামলা ও ভাঙচুর করে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ