পটুয়াখালীর দুমকীতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার বিকেল ৫টায় দুমকি উপজেলার সাতানি গ্রামের ভাটার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মৃত সোলাইমান খানের ছেলে মো. ফিরোজ খান (৩৮) ও সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মোসলেম শরীরের ছেলে মো. খোকন শরীফ (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাতানি গ্রামের ভাটার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের দুমকী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’