হোম > সারা দেশ > বরিশাল

দাফনের দেড় মাস পর কবর থেকে তোলা হলো লাশ

পিরোজপুর প্রতিনিধি

দাফনের দেড় মাস পর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের বাসিন্দা মো. রফিকুল ইসলাম মিঠু ফকিরের (৪৫) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাদিক আহম্মেদের এক আদেশে আজ সোমবার লাশটি তোলা হলো। 

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার, ভান্ডারিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন, ভান্ডারিয়া থানার উপপরিদর্শক আবুল বাশার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধার করা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভান্ডারিয়ার ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. মোশাররফ ফকিরের ছেলে মো. রফিকুল ইসলাম মিঠু ফকিরসহ বাশার তালুকদার, মো. ছালাম তালুকদার ও হাসিব তালুকদারকে কুপিয়ে আহত করে স্থানীয় জেলা পাড়ার ৩০-৪০ জনে একটি দল। প্রথমে রফিকুলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়। 

পরে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেক হাসপাতালে নেওয়া হলে ৬ আগস্ট রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। 

৭ আগস্ট বিকেলে ময়নাতদন্ত ছাড়াই তাঁকে গ্রামের বাড়ি উপজেলা ভিটাবাড়ীয়ায় দাফন করা হয় তাঁকে। সে সময় থানা-পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় ময়নাতদন্ত করানো সম্ভব হয়নি বলে জানান তাঁর বোন নাজমা বেগম। 

নিহতের স্ত্রী মোসা. পলি আক্তার জানান, সে সময় থানায় মামলা করা সম্ভব না হওয়ায় গত ১৬ আগস্ট তিনি বাদী হয়ে ভান্ডারিয়া থানায় ১৫৪ ধারায় একটি মামলা করেন। মামলাটি পিরোজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জি. আর মামলা হিসেবে নথিভুক্ত হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার জানান, গত ২ সেপ্টেম্বর আমলি আদালত-২ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাদিক আহম্মেদ মিঠুর লাশ উত্তোলন করে তা ময়নাতদন্তের নির্দেশ দেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আজ সোমবার এ লাশ উত্তোলন করা হয়।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন